সচিবালয়ে আজ উপদেষ্টা পরিষদের বৈঠক

- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
সচিবালয়ের নবনির্মিত ২০ তলা ভবনের মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। এটি এই সরকারের দ্বিতীয় বৈঠক। বৈঠকে সভাপতিত্ব করবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
মন্ত্রিপরিষদ বিভাগের সূত্রে জানা গেছে, উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে প্রধান উপদেষ্টা সিনিয়র সরকারি কর্মকর্তাদের সঙ্গে একটি পৃথক বৈঠক করতে পারেন। ওই বৈঠকে তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচন সংক্রান্ত বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা দিতে পারেন বলেও জানা গেছে।
বৈঠক ঘিরে সচিবালয়ে নিরাপত্তা এবং শৃঙ্খলার বিষয়ে বিস্তারিত নির্দেশনা জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। সিনিয়র সহকারী সচিব মো. নিকারুজ্জামান স্বাক্ষরিত নির্দেশনায় বলা হয়েছে, সচিবালয়ে কর্মরত সব কর্মকর্তা-কর্মচারীকে সকাল ৯টার আগে ১ ও ২ নম্বর গেট দিয়ে কর্মস্থলে প্রবেশ করতে হবে। বিশেষভাবে উল্লেখ করা হয়েছে, মন্ত্রিপরিষদ বিভাগ ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট দফতরের কর্মকর্তা-কর্মচারীদের নির্দিষ্ট সময়ের আগে অফিসে উপস্থিত থাকতে হবে।
এছাড়া উপদেষ্টা, সিনিয়র সচিব ও সচিবদের গাড়ি শুধুমাত্র যাত্রী নামিয়ে দিয়ে নিজ নিজ মন্ত্রণালয়ের নির্ধারিত পার্কিং এলাকায় যেতে হবে। ১ নম্বর ভবনের সামনে, রাস্তা বা বেজমেন্টে কোনো গাড়ি পার্ক করা যাবে না।
সভায় অংশগ্রহণকারীদের ৫ নম্বর গেট ব্যবহার করে সকাল ১০টার আগেই নির্ধারিত নিরাপত্তা পাসসহ সম্মেলন কক্ষে প্রবেশ করতে অনুরোধ জানানো হয়েছে। সকল কর্মকর্তা-কর্মচারীকে পরিচয়পত্র সঙ্গে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। প্রধান উপদেষ্টার সচিবালয়ে অবস্থানকালে সবাইকে নিজ নিজ কক্ষে অবস্থান করতে বলা হয়েছে। এছাড়া গানম্যানদের সচিবালয়ে প্রবেশ না করার অনুরোধও করা হয়েছে।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।