গাজায় কৃষিজমি প্রায় ধ্বংস, মাত্র ১.৫% কৃষিজমি ব্যবহারযোগ্য: জাতিসঙ্ঘ

- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
গাজা উপত্যকার মানবিক বিপর্যয় আরও ভয়াবহ আকার নিচ্ছে। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (FAO) এক জরিপে জানিয়েছে, পুরো গাজায় মাত্র ১.৫ শতাংশ কৃষিজমি বর্তমানে ব্যবহারযোগ্য এবং কার্যকর অবস্থায় রয়েছে। যা আয়তনে মাত্র ২ বর্গকিলোমিটারের মতো। সংস্থাটি সতর্ক করে বলেছে, এই পরিস্থিতি গাজাকে “পূর্ণ মাত্রার দুর্ভিক্ষের” দ্বারপ্রান্তে নিয়ে এসেছে।
গত ২৮ জুলাই থেকে পরিচালিত জরিপে দেখা গেছে, গাজার মোট কৃষিজমির মাত্র ৮.৬ শতাংশ এখনো কোনোভাবে টিকে আছে, যার মধ্যে ১২.৪ শতাংশ অক্ষত জমিও সাধারণ মানুষের নাগালের বাইরে। সবচেয়ে ভয়াবহ তথ্য হলো, ৮৬.১ শতাংশ কৃষিজমিই পুরোপুরি ধ্বংস হয়ে গেছে।
এফএও-এর মহাপরিচালক কিউ ডংইউ বলেন, “মানুষ খাবারের অভাবে মারা যাচ্ছে না; মানুষ মারা যাচ্ছে কারণ তারা খাবারের নাগাল পাচ্ছে না। স্থানীয় খাদ্য উৎপাদন ব্যবস্থা সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে।” তিনি বলেন, বহু পরিবার এখন ন্যূনতম জীবিকাও নিশ্চিত করতে পারছে না।
এই সংকট মোকাবেলায় তিনি নিরাপদ ও টেকসই মানবিক প্রবেশাধিকার নিশ্চিত করার আহ্বান জানান, যেন খাদ্য সহায়তা ও কৃষিজ সামগ্রী পুনরায় সরবরাহ করা যায়।
যুদ্ধ শুরুর আগে গাজার অর্থনীতির প্রায় ১০ শতাংশ কৃষিনির্ভর ছিল। প্রায় ৫ লাখ ৬০ হাজার মানুষ, অর্থাৎ গাজার মোট জনসংখ্যার এক-চতুর্থাংশ, কৃষি ও মৎস্য খাতের উপর নির্ভর করত। তবে চলমান সংঘর্ষে সেই অবকাঠামো প্রায় পুরোপুরি ধ্বংস হয়ে গেছে।
বিশ্ববাসীর কাছে গাজা এখন এক ভয়ংকর বার্তা পৌঁছে দিচ্ছে—অবরোধ, ধ্বংস ও অনাহার কিভাবে একটি অঞ্চলের মানুষের অস্তিত্বকে হুমকির মুখে ফেলে দিতে পারে।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।