ভারত-সমর্থিত সন্ত্রাসীদের হামলায় পাকিস্তানে মেজরসহ ৩ সেনা নিহত

ভারত-সমর্থিত সন্ত্রাসীদের হামলায় পাকিস্তানে মেজরসহ ৩ সেনা নিহত
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে ভারত-সমর্থিত সন্ত্রাসীদের হামলায় মেজরসহ তিন সেনা সদস্য নিহত হয়েছেন। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিবৃতিতে জানায়, ৫ আগস্ট রাত থেকে ৬ আগস্ট ভোরের মধ্যে মাস্তুং এলাকায় একটি সামরিক যান লক্ষ্য করে বিস্ফোরণ ঘটায় ফিতনা আল-হিন্দুস্তান নামের একটি সন্ত্রাসী গোষ্ঠী।

বোমা হামলায় ঘটনাস্থলেই শহীদ হন মেজর মোহাম্মদ রিজওয়ান তাহির (৩১), নায়েক ইবনি আমিন (৩৭) ও ল্যান্স নায়েক মোহাম্মদ ইউনুস (৩৩)। নিহত মেজর রিজওয়ান পাঞ্জাবের নারোয়াল জেলার বাসিন্দা ছিলেন। অন্য দুই সেনা সদস্যের একজন সোয়াবি ও অন্যজন কারাক জেলার অধিবাসী।

আইএসপিআর জানিয়েছে, মেজর রিজওয়ান একজন সাহসী ও অভিজ্ঞ সেনা কর্মকর্তা ছিলেন। তিনি বহু সন্ত্রাসবিরোধী অভিযানে অংশ নিয়ে সাহসিকতার পরিচয় দিয়েছেন এবং সবসময় সম্মুখ সারিতে থেকে সেনাদের নেতৃত্ব দিয়েছেন।

হামলার পরপরই মাস্তুং এলাকায় সেনাবাহিনী একটি যৌথ অভিযান শুরু করে, যাতে চারজন ভারত-সমর্থিত সন্ত্রাসী নিহত হয়। পুরো এলাকা সন্ত্রাসমুক্ত না হওয়া পর্যন্ত অভিযান চলবে বলে জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়, “আমাদের সাহসী সেনাদের এই চূড়ান্ত আত্মত্যাগ জাতিকে আরও দৃঢ় সংকল্পে উজ্জীবিত করবে। পাকিস্তানের নিরাপত্তা বাহিনী দেশের মাটি থেকে ভারতীয় মদদপুষ্ট সন্ত্রাসবাদের মূল উৎপাটনে প্রতিজ্ঞাবদ্ধ।”

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এ হামলার নিন্দা জানিয়ে বলেন, “শহীদদের শোক শুধু তাদের পরিবারের নয়, বরং গোটা জাতির।” তিনি আরও বলেন, “পাকিস্তানের সেনাবাহিনী একটি দুর্ভেদ্য প্রাচীর, যাকে কাঁপানো অসম্ভব। সন্ত্রাসের বিরুদ্ধে তাদের আত্মত্যাগ ইতিহাসে অমর হয়ে থাকবে।”

স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভিও নিহত সেনাদের সম্মান জানিয়ে তাদের আত্মত্যাগকে ‘সর্বোচ্চ সম্মান’ বলে অভিহিত করেন।

আপনার প্রতিক্রিয়া জানান

❤️
Love
0
(0.00 / 0 total)
👏
Clap
0
(0.00 / 0 total)
🙂
Smile
0
(0.00 / 0 total)
😞
Sad
0
(0.00 / 0 total)

মন্তব্যসমূহ

এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।


সম্পর্কিত নিউজ