যুক্তরাষ্ট্রের সেনাঘাঁটিতে গোলাগুলি, সেনা সদস্যের গুলিতে আহত ৫

- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
যুক্তরাষ্ট্রের জর্জিয়ার ফোর্ট স্টুয়ার্ট সেনাঘাঁটিতে এক ভয়াবহ গোলাগুলির ঘটনা ঘটেছে, যেখানে এক সেনা সদস্য নিজের অস্ত্র থেকে গুলি চালিয়ে পাঁচ সহকর্মীকে আহত করেছেন। বুধবার (৬ আগস্ট) স্থানীয় সময় সকালে এ ঘটনা ঘটে। হামলাকারী সার্জেন্ট কোর্নেলিয়াস স্যামেন্ট্রিও র্যাডফোর্ড (২৮) নামের ওই সেনা সদস্যকে দ্রুতই আটক করা হয়েছে। আহতরা বর্তমানে স্থিতিশীল অবস্থায় রয়েছেন।
তৃতীয় পদাতিক ডিভিশনের ব্রিগেডিয়ার জেনারেল জন লুবাস জানান, র্যাডফোর্ড প্রথমে একটি মেইনটেন্যান্স এলাকায় তার এক সহকর্মীকে লক্ষ্য করে বুকে গুলি চালায়। এরপর আরও চারজনকে আহত করে। হামলার আগের দিনই গুলিবিদ্ধদের একজনের সঙ্গে র্যাডফোর্ডের মতবিরোধ হয়েছিল বলে জানা গেছে। তবে কী কারণে তাদের মধ্যে বিরোধ হয়েছিল, তা স্পষ্ট নয়।
র্যাডফোর্ডের পরিবার জানিয়েছে, তাদের মতে তিনি কোনো অস্বাভাবিক আচরণ প্রদর্শন করেননি এবং গুলি চালানোর কারণ তারা জানেন না। তবে র্যাডফোর্ড দাবি করেছিলেন, সে ঘাঁটিতে বর্ণবাদের শিকার হচ্ছেন এবং বদলির জন্য আবেদন করেছিলেন। এই বিষয়ে নিউ ইয়র্ক টাইমস কোনো স্পষ্ট তথ্য প্রকাশ করেনি।
র্যাডফোর্ড ফ্লোরিডার জ্যাকসনভিলের বাসিন্দা এবং ২০১৮ সালে সেনাবাহিনীতে যোগদান করেন। তাকে দ্বিতীয় ব্রিগেড কমব্যাট টিমে নিয়োগ দেওয়া হয়। সামরিক রেকর্ডে তার বিরুদ্ধে পূর্বে কোনো আচরণগত সমস্যা ধরা পড়েনি। তবে ব্রিগেডিয়ার জেনারেল লুবাস স্বীকার করেছেন, র্যাডফোর্ডকে মে মাসে মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর কারণে গ্রেফতার করা হয়েছিল, যা তার ঊর্ধ্বতন কর্মকর্তারা জানতেন না।
ঘটনার পর র্যাডফোর্ডকে সেনাবাহিনীর অপরাধ তদন্ত বিভাগ জিজ্ঞাসাবাদ করেছে। বর্তমানে তিনি বিশেষ বিচার কাউন্সিলের চার্জশিটের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন এবং প্রি-ট্রায়াল বন্দিশালায় অবস্থান করছেন।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।