ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনে, ইসিকে চিঠি দিয়েছে সরকার

ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনে, ইসিকে চিঠি দিয়েছে সরকার
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

আগামী ২০২৬ সালের ফেব্রুয়ারির মধ্যে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের আনুষ্ঠানিকতা শুরু করেছে অন্তর্বর্তীকালীন সরকার। এ লক্ষ্যে নির্বাচন কমিশনের (ইসি) কাছে আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়। চিঠিতে বলা হয়েছে, রমজান শুরুর আগেই নির্বাচন সম্পন্ন করার প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করতে হবে।

বুধবার (৬ আগস্ট) রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়, প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) বরাবর পাঠানো চিঠিতে নির্বাচনের জন্য প্রত্যাশিত মানের অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশ নিশ্চিত করার কথা বলা হয়েছে। এই চিঠি পাঠিয়েছেন প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া।

চিঠিতে বিগত পনেরো বছরে ভোটাধিকার থেকে বঞ্চিত নাগরিকদের কথা স্মরণ করে বলা হয়, আসন্ন নির্বাচন যেন একটি মহাউৎসবের রূপ নেয় এবং তা যেন ভোটারদের জন্য আনন্দের দিন হয়ে ওঠে, এ ব্যাপারে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বিশেষ গুরুত্বারোপ করেছেন।

এর আগে ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে অধ্যাপক ইউনূস ঘোষণা দিয়েছিলেন যে, ২০২৬ সালের ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে নির্বাচন কমিশনকে নির্দেশনা দেওয়া হবে। ওই ভাষণের ধারাবাহিকতায় চিঠিটি প্রেরণ করা হয়েছে।

চিঠিতে নির্বাচন প্রক্রিয়ায় সর্বোচ্চ স্বচ্ছতা, সর্বজনগ্রহণযোগ্যতা এবং সর্বাত্মক সরকারি সহযোগিতার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। নির্বাচনে আধুনিক প্রযুক্তির ব্যবহার, সুষ্ঠু প্রশাসনিক সহায়তা এবং সমান সুযোগ নিশ্চিতের বিষয়টিও চিঠিতে গুরুত্ব পায়।

প্রধান উপদেষ্টার কার্যালয় জানিয়েছে, নির্বাচন কমিশন এখন থেকে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ শুরু করবে এবং দেশের রাজনৈতিক পরিবেশ ও প্রশাসনিক কাঠামো নির্বাচন উপযোগী করে গড়ে তোলার দায়িত্বও ইসির সঙ্গে সমন্বয়ে সরকার পালন করবে।

আপনার প্রতিক্রিয়া জানান

❤️
Love
0
(0.00 / 0 total)
👏
Clap
0
(0.00 / 0 total)
🙂
Smile
0
(0.00 / 0 total)
😞
Sad
0
(0.00 / 0 total)

মন্তব্যসমূহ

এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।


সম্পর্কিত নিউজ