ট্রাম্পের চাপের মুখেও রাশিয়ার তেল কিনছে ভারত

- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি সত্ত্বেও রাশিয়ার কাছ থেকে তেল কেনা অব্যাহত রেখেছে ভারত। ফলে দুই দেশের মধ্যে বাড়ছে বাণিজ্যিক ও কূটনৈতিক উত্তেজনা। বুধবার (৬ আগস্ট) যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতীয় পণ্যের ওপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দেন। এতে মোট শুল্কহার দাঁড়িয়েছে ৫০ শতাংশে। এই সিদ্ধান্ত কার্যকর হবে ২১ দিন পর থেকে।
ভারতের এমন অবস্থান যুক্তরাষ্ট্রকে ক্ষুব্ধ করেছে। ট্রাম্পের দাবি, রাশিয়া থেকে সস্তায় তেল কিনে ভারত পরোক্ষভাবে ইউক্রেনে যুদ্ধ চালাতে মস্কোকে সহায়তা করছে। তিনি অভিযোগ করেন, ভারত তেল কিনে শুধু নিজস্ব চাহিদাই মেটাচ্ছে না, সেই তেল খোলা বাজারে বিক্রি করেও বিপুল লাভ করছে।
এ বিষয়ে নয়াদিল্লি জানিয়েছে, ভারতের জনগণের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতেই রাশিয়ার থেকে তেল কেনা হচ্ছে। রাশিয়ার বড় ছাড়ে তেল পাওয়ায় এটি একটি নিছক অর্থনৈতিক সিদ্ধান্ত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বর্তমান বিশ্বে ভারতের বিকল্প তেল উৎস সীমিত।
বিশ্লেষকরা বলছেন, ভারতের ১৪০ কোটির বেশি জনগণের জ্বালানি চাহিদা মেটাতে রাশিয়ার তেল গুরুত্বপূর্ণ। চলতি বছরের প্রথম ছয় মাসে ভারতের মোট তেল আমদানির ৩৬ শতাংশই এসেছে রাশিয়া থেকে।
রাশিয়ার সঙ্গে ভারতের কৌশলগত সম্পর্ক দীর্ঘদিনের। স্নায়ুযুদ্ধকাল থেকেই অস্ত্র ও জ্বালানিতে মস্কোর ওপর নির্ভরশীল দিল্লি। যদিও সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও ইসরায়েলের সঙ্গেও সম্পর্ক জোরালো করেছে ভারত।
এ পরিস্থিতিতে মোদি সরকার যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপকে ‘অন্যায্য ও অগ্রহণযোগ্য’ বলে অভিহিত করেছে। তাদের দাবি, পশ্চিমা অনেক দেশ এখনো রাশিয়া থেকে সার ও রাসায়নিকসহ অন্যান্য পণ্য কিনছে।
ভারতের মতে, রাশিয়ার তেল আমদানির কারণে তারা বিশ্ববাজারে তেলের দামে স্থিতিশীলতা বজায় রাখছে। তাই রুশ তেল থেকে সরে আসা এখনই সম্ভব নয়।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।