মাদরাসার পঞ্চম শ্রেণিতে ফের চালু হচ্ছে বৃত্তি পরীক্ষা

- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনস্থ দেশের সব ইবতেদায়ি মাদরাসায় পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের জন্য আবারও চালু হচ্ছে বৃত্তি পরীক্ষা। দীর্ঘ বিরতির পর ২০২৫ সালের ডিসেম্বরেই এ পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ বিষয়ে গতকাল (বুধবার) বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসানের সই করা এক স্মারকে বিষয়টি নিশ্চিত করা হয়।
নির্দেশনায় বলা হয়, ২০২৫ সালের ইবতেদায়ি বৃত্তি পরীক্ষা ২১, ২২, ২৩, ২৪ ও ২৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এ পরীক্ষায় শিক্ষার্থীরা পাঁচটি বিষয়ের ওপর অংশগ্রহণ করবে। বিষয়গুলো হলো— কুরআন মাজিদ ও আকাইদ-ফিকহ (একত্রে), আরবি প্রথম ও দ্বিতীয় পত্র (একত্রে), বাংলা, ইংরেজি এবং গণিত ও বিজ্ঞান (একত্রে)। প্রতিটি বিষয়ের জন্য ১০০ নম্বর করে বরাদ্দ থাকবে, অর্থাৎ মোট নম্বর ৫০০।
শুধুমাত্র বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের কোডভুক্ত স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা এবং সংযুক্ত ইবতেদায়ি শাখার শিক্ষার্থীরাই এই পরীক্ষায় অংশ নিতে পারবে। তবে প্রতিটি মাদরাসার পঞ্চম শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের মধ্যে সর্বোচ্চ ৪০ শতাংশ শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবে।
বোর্ড সূত্রে আরও জানানো হয়, এ পরীক্ষার বিস্তারিত সিলেবাস ও মানবণ্টন শিগগিরই প্রকাশ করা হবে। সংশ্লিষ্ট মাদরাসাগুলোকে যথাসময়ে প্রয়োজনীয় প্রস্তুতি নিতে বলা হয়েছে।
বহুদিন পর ইবতেদায়ি স্তরে বৃত্তি পরীক্ষা চালু হওয়ায় শিক্ষক, অভিভাবক এবং শিক্ষার্থীদের মাঝে স্বস্তি ও উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে। শিক্ষার মানোন্নয়ন ও মেধাবী শিক্ষার্থীদের উৎসাহ দিতে এই পদক্ষেপ গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।