দ্বিতীয় কোম্পানি হিসেবে ৪ ট্রিলিয়ন ডলারে মাইক্রোসফট

- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
বিশ্বের দ্বিতীয় কোম্পানি হিসেবে চার ট্রিলিয়ন মার্কিন ডলারের বাজারমূল্যে পৌঁছেছে মাইক্রোসফট কর্পোরেশন। গত ৩০ জুলাই রাতে সর্বশেষ আর্থিক প্রতিবেদন প্রকাশের পর, পরদিন ৩১ জুলাই কোম্পানিটির শেয়ারমূল্য একলাফে ৪.৫ শতাংশ বেড়ে যায়। এর ফলে দিনের মধ্যে মাইক্রোসফটের বাজারমূল্য দাঁড়ায় ৪.০১ ট্রিলিয়ন মার্কিন ডলার।
২০২৫ সালে এই মাইলফলক ছোঁয়ার মধ্য দিয়ে মাইক্রোসফট আরও একবার প্রমাণ করল—বিশ্বের প্রযুক্তি খাতে এর আধিপত্য ও প্রবৃদ্ধির ধারা অব্যাহত রয়েছে। চলতি বছরেই মাইক্রোসফটের শেয়ারমূল্য বেড়েছে প্রায় ২৮ শতাংশ। ২০১৯ সালের এপ্রিল মাসে কোম্পানিটি প্রথমবার ১ ট্রিলিয়ন ডলারের বাজারমূল্যে পৌঁছায়। এরপর ২০২৩ সালের মাঝামাঝি ছুঁয়ে ফেলে ৩ ট্রিলিয়নের গণ্ডি। অবশেষে ২০২৫ সালের আগস্টে এসে পেরিয়ে গেল ৪ ট্রিলিয়নের মাইলফলক—চিপ নির্মাতা এনভিডিয়ার পর দ্বিতীয় প্রতিষ্ঠান হিসেবে।
বিশ্লেষকদের মতে, ওপেনএআই-এর সঙ্গে মাইক্রোসফটের একচেটিয়া অংশীদারিত্ব এবং কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সেবা যেমন 'কোপাইলট চ্যাটবট' এর সাফল্যই এই দ্রুতগতির পেছনে বড় ভূমিকা রেখেছে। কোপাইলট ইতোমধ্যে মাইক্রোসফট সফটওয়্যার পণ্যের চাহিদা বাড়িয়ে দিয়েছে। পাশাপাশি অ্যাজুর ক্লাউড ব্যবসাও রেকর্ড পরিমাণ রাজস্ব এনেছে।
চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে কৃত্রিম বুদ্ধিমত্তায় বিনিয়োগের জন্য ৩০ বিলিয়ন ডলার মূলধন ব্যয়ের পরিকল্পনার কথাও জানিয়েছে মাইক্রোসফট। ২০২৫ সালের এপ্রিলে মার্কিন যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসনের শুল্ক নীতির প্রভাবে বিশ্ববাজারে ধস নামলেও, সে সময়ের তুলনায় মাইক্রোসফটের শেয়ার মূল্য ইতোমধ্যে প্রায় ৫০ শতাংশ পুনরুদ্ধার করেছে।
তবে, এই আর্থিক সাফল্যের মধ্যেও কোম্পানিটি উল্লেখযোগ্য হারে কর্মী ছাঁটাই করছে। জুলাই মাসে প্রায় ৯,০০০ জন কর্মী ছাঁটাই করা হয়, যা ২০২৩ সালের পর সবচেয়ে বড় ছাঁটাই প্রক্রিয়া। এর আগে মে মাসেও ছাঁটাই হয়েছিল প্রায় ৬,০০০ জন। মাইক্রোসফটের দাবি, প্রযুক্তি খাতে দক্ষতা বৃদ্ধির লক্ষ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।