ছাত্রদল নেতার সহায়তায় পা হারানো থেকে বাঁচলো ঢাবি শিক্ষার্থী

- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ সেশনের ব্যাংকিং এন্ড ইনসুরেন্স বিভাগের শিক্ষার্থী আল আমিন জিতুর বাম পা ভেঙ্গে বাজেভাবে ইনফেকশন হলে ডাক্তার পা কেটে ফেলার পরামর্শ দেন। পরবর্তীতে জিতুর পা না কেটে সাহসীকতার সাথে চিকিৎসার ব্যবস্থা করে দেন ঢাকা বিশ্ববিদ্যালয় বিজয় একাত্তর হল শাখা ছাত্রদলের দপ্তর সম্পাদক সাকিব বিশ্বাস।
গত ৫ই আগস্ট মঙ্গলবার আল আমিন জিতু তার ফেসবুক পোস্টে কৃতজ্ঞতা জানিয়ে এসব তথ্য দেন।
ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, "আসসালামুয়ালাইকুম। আমি আল আমিন জিতু। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৮-১৯ সেশনের ব্যাংকিং এন্ড ইন্সুরেন্স ডিপার্টমেন্টের ছাত্র।
গত ৩১ মার্চ ২০২৫ তারিখ আমি সন্দিপে বাইক এক্সিডেন্ট করি।খুব বাজেভাবে বাইক এক্সিডেন্ট এর কারনে সাথে সাথে আমাকে ঢাকার নিটোর হাসপাতালে নিয়ে আসা হয়। আমার বাম পা ভেংগে যায় এবং বাজেভাবে ইনফেকশন হয়ে যায়।
ডক্টরদের ভাষ্যমতে ইনফেকশনের পরিমান এতটাই ভয়াবহ ছিলো যে আমার পা কেটে ফেলার সিদ্ধান্ত হয়। এইরকম সিচুয়েশনে পা বাচানোর শেষ চেষ্টা হিসেবে আমার উন্নত চিকিৎসার প্রয়োজনবোধ করছিলাম আমি & আমার পরিবারের সবাই।।
সেইসময় আমার এইরকম অবস্থার কথা জানতে পেরে সাথে সাথে আমাকে দেখতে আসে বিজয় ৭১ হল ছাত্রদলের দপ্তর সম্পাদক আমার বন্ধু সাকিব বিশ্বাস । উন্নত চিকিৎসার জন্য সাকিব সাথে সাথে বিষয়টি জানায় মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল ছাত্রদলের সভাপতি & ছাত্রদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক তারেক হাসান মামুন ভাইকে। তারেক ভাই ডাক্তার কামরুজ্জামান ভাইকে সাথে নিয়ে আমাকে হসপিটালে দেখতে আসে।
অবস্থা বিবেচনায় দ্রুত মেডিকেল টিম গঠনের সহায়তার জন্য জানানো হয় ডাক্তার শাহ মোহাম্মদ আমানউল্লাহ ভাইকে। ২ দিনের মাঝেই আমার জন্য ১৫ জনের একটি মেডিকেল টিম (৩ জন প্রফেসর সহ) গঠন করে দেন ডাক্তার শাহ মোহাম্মদ আমানউল্লাহ ভাই।
মেডিকেল টিম এর সার্বিক তত্ত্বাবধানে আলহামদুলিল্লাহ এখন আমি অনেকটাই সুস্থ। পা এর সকল অপারেশন দ্রুততার সাথে করে এখন ডাক্তারদের পরামর্শে বাসায় শিফট হয়েছি। এখনো সুস্থ হতে আরো ৫-৬ মাস সময় লাগবে।
ডাক্তার শাহ মোহাম্মদ আমানউল্লাহ ভাই,ডাক্তার কামরুজ্জামান ভাই, তারেক হাসান মামুন ভাই, বন্ধু সাকিব বিশ্বাস সহ আমার এই খারাপ সময়ে যারা যারা আমার পাশে ছিলেন এবং খোজ খবর নিয়েছেন সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।।সবাই আমার জন্য দোয়া করবেন।"
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।