শহিদুল আলমের বিরুদ্ধে আইসিটি মামলা বাতিল

- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
হাইকোর্ট তথ্যপ্রযুক্তি আইনের ৫৭ ধারায় আলোকচিত্রী ও মানবাধিকারকর্মী ড. শহিদুল আলমের বিরুদ্ধে দায়ের করা মামলাটি বাতিল ঘোষণা করেছেন। বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি তামান্না রহমান খালিদীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বৃহস্পতিবার (৭ আগস্ট) এই রায় প্রদান করেন।
আদালতে রিট আবেদনকারীর পক্ষে শুনানি করেন বিশিষ্ট আইনজীবী সারা হোসেন, জাহেদ ইকবাল এবং আব্দুল্লাহ আলম নোমান। শুনানিতে তারা যুক্তি দেন যে, মামলাটি সংবিধানের মৌলিক অধিকার লঙ্ঘনের শামিল এবং এটি স্পষ্টভাবে মত প্রকাশের স্বাধীনতায় হস্তক্ষেপ। আদালত রায়ে বলেন, মামলার অভিযোগ ও প্রেক্ষাপট বিবেচনায় এটির আর আইনি ভিত্তি নেই।
উল্লেখ্য, ২০১৮ সালের আগস্টে নিরাপদ সড়কের দাবিতে ছাত্র আন্দোলনের সময় ড. শহিদুল আলম সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু মন্তব্য করেন ও একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দেন। ওই সময়ের সরকার তার বক্তব্যকে "উসকানিমূলক ও মিথ্যা তথ্য" বলে উল্লেখ করে ৫ আগস্ট রাতে ধানমন্ডির বাসা থেকে তাকে আটক করে। পরদিন, ৬ আগস্ট, তাকে তথ্যপ্রযুক্তি আইনের ৫৭ ধারায় রিমান্ডে নেয় পুলিশ। সেদিনই তার জামিন আবেদন সিএমএম আদালত খারিজ করে দেন।
পরবর্তী সময়ে, ১১ সেপ্টেম্বর ঢাকা মহানগর দায়রা জজ আদালতেও তার জামিন আবেদন নাকচ হয়। ওই মামলা দীর্ঘদিন ধরে বিচারাধীন থাকলেও শেষ পর্যন্ত হাইকোর্ট মামলাটি খারিজ করে দিলেন। এ রায়ের মাধ্যমে একজন আলোকচিত্রী ও মতপ্রকাশের স্বাধীনতার পক্ষে একটি গুরুত্বপূর্ণ আইনি দৃষ্টান্ত স্থাপিত হলো বলে অভিমত প্রকাশ করেছেন আইনজীবীরা।
এ বিষয়ে শহিদুল আলমের পক্ষের আইনজীবীরা বলেছেন, এই রায় দেশের মতপ্রকাশের স্বাধীনতা ও মানবাধিকার রক্ষায় একটি ইতিবাচক বার্তা বহন করে।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।