অভ্যুত্থানে শহীদের তালিকা থেকে ৮ নাম বাদ দিয়ে গেজেট

- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
গতবছর জুলাই মাসে সংঘটিত গণঅভ্যুত্থানে শহীদদের তালিকা থেকে আটজনের নাম বাতিল করে নতুন গেজেট প্রকাশ করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। ২০২৫ সালের "জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার ও যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসন অধ্যাদেশ" এবং রুলস অব বিজনেসের (খ) ধারার আলোকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বুধবার (৬ আগস্ট) মন্ত্রণালয়ের গেজেট অধিশাখার উপসচিব হরিদাস ঠাকুর স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য জানানো হয়। গেজেট অনুযায়ী, যাঁদের নাম বাতিল হয়েছে তারা হলেন—টাঙ্গাইলের মো. খলিলুর রহমান তালুকদার (গেজেট নম্বর ২২৯), ঢাকার রামপুরার মুসলেহ উদ্দিন (গেজেট নম্বর ২২৪), নরসিংদীর জিন্নাহ মিয়া (গেজেট নম্বর ৩৭৫), ঢাকার দৌলতখানের শাহ জামান (গেজেট নম্বর ৬১১), সাভারের মো. রনি (গেজেট নম্বর ৭৬৬), নারায়ণগঞ্জের তাওহিদুল আলম জিসান (গেজেট নম্বর ৮১৮), পটুয়াখালীর বশির সরদার (গেজেট নম্বর ৮২৩) এবং শরীয়তপুরের বাধন (গেজেট নম্বর ৮৩৬)।
প্রজ্ঞাপনে স্পষ্ট বলা হয়, যাচাই-বাছাইয়ের পর সংশ্লিষ্ট আটজনের নাম শহীদ তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে এবং পূর্বের গেজেট বাতিল বলে গণ্য হবে। তবে এ বিষয়ে সরাসরি কোনো ব্যাখ্যা বা কারণ গেজেটে উল্লেখ করা হয়নি।
উল্লেখ্য, গত বছরের জুলাই মাসে সংঘটিত জনআন্দোলন ও এর সহিংস পরিণতিতে বেশ কয়েকজন নিহত হন, যাঁদের শহীদ হিসেবে তালিকাভুক্ত করা হয়। পরবর্তীতে যাচাই কার্যক্রমে দেখা যায়, কিছু নাম তালিকাভুক্ত করার প্রক্রিয়ায় সঠিক নিয়ম অনুসরণ হয়নি বলে মন্ত্রণালয়ের একাধিক সূত্র জানিয়েছে।
এ বিষয়ে শহীদদের স্বজনদের পক্ষ থেকে প্রতিক্রিয়া এখনো পাওয়া যায়নি। তবে বাতিল হওয়া তালিকা নিয়ে জনমনে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।