নিহত মাসুমার সন্তানের শিক্ষার দায়িত্ব নিলেন তারেক রহমান

- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের প্রাঙ্গণে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে অগ্নিদগ্ধ হয়ে নিহত মাসুমা বেগমের পরিবারের পাশে দাঁড়িয়েছে বিএনপি। নিহত মাসুমার ছেলে মোহাম্মদ আবদুল্লাহর পড়ালেখার যাবতীয় দায়িত্ব নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
বৃহস্পতিবার (৭ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে ‘আমরা বিএনপি পরিবার’-এর একটি প্রতিনিধি দল রাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকায় নিহত মাসুমার বাসায় গিয়ে তার পরিবারের খোঁজখবর নেয় এবং সহানুভূতি প্রকাশ করে।
পরিদর্শনকালে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী মাসুমার স্বামী মোহাম্মদ সেলিমের হাতে এককালীন আর্থিক সহায়তা তুলে দেন। এসময় নিহতের স্বামী ও সন্তানসহ পরিবারের অন্যান্য সদস্যরা কান্নায় ভেঙে পড়েন।
প্রতিনিধি দলের পক্ষ থেকে জানানো হয়, তারেক রহমান মানবিক দায়িত্ববোধ থেকেই অগ্নিকাণ্ডে নিহত মাসুমা বেগমের ছেলেকে পড়াশোনার সম্পূর্ণ সহযোগিতা করবেন। মাসুমার ছেলে মোহাম্মদ আবদুল্লাহ বর্তমানে দিয়াবাড়ি স্কুলে ষষ্ঠ শ্রেণিতে পড়ছে।
‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমন এই বার্তাটি নিহতের পরিবারের কাছে পৌঁছে দেন।
মানবিক এই কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, আবুল কাশেম, সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, সদস্য মাসুদ রানা লিটন, মুস্তাকিম বিল্লাহ, শাকিল আহমেদ, ফরহাদ আলী সজীব প্রমুখ।
এছাড়া বিএনপির ঢাকা মহানগর উত্তরের যুগ্ম আহ্বায়ক এস এম জাহাঙ্গীর, জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সহ-সভাপতি জামিল হোসেন, ছাত্রদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক হাসনাইন নাহিয়ান সজীবসহ ছাত্রদলের একাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
ঘটনাস্থলে নেতাকর্মীরা নিহত মাসুমা বেগমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার পরিবারের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।