উন্নয়ন ব্যর্থতার পেছনে মেধাবীদের ভূমিকা আছে: ছাত্রশিবির সেক্রেটারি

উন্নয়ন ব্যর্থতার পেছনে মেধাবীদের ভূমিকা আছে: ছাত্রশিবির সেক্রেটারি
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম বলেছেন, বাংলাদেশের উন্নয়নে দীর্ঘদিনের ব্যর্থতার পেছনে দেশের মেধাবীদেরও দায় রয়েছে। বৃহস্পতিবার (৭ আগস্ট) দুপুরে কিশোরগঞ্জ জেলা ছাত্রশিবির আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। স্থানীয় শিল্পকলা একাডেমি মিলনায়তনে এসএসসি ও সমমানের পরীক্ষায় ‘এ প্লাস’ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিতে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি।

নুরুল ইসলাম বলেন, “বাংলাদেশ স্বাধীনতা অর্জনের পরও এখনো কাঙ্ক্ষিত উন্নয়নের পথে পৌঁছাতে পারেনি, অথচ সমসাময়িক সময়ে স্বাধীনতা পাওয়া অনেক দেশ অনেক এগিয়ে গেছে। এই ব্যর্থতায় দেশের মেধাবীরা দায় এড়াতে পারে না। মেধার কথা বলে যারা সমাজে নেতৃত্ব দেয়, দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নেয়, সুযোগ পেলে তারাই দুর্নীতিতে জড়িয়ে পড়ে।”

তিনি অভিযোগ করে বলেন, “সমন্বয়ক বা দায়িত্বপ্রাপ্ত হওয়ার পরও কেউ কেউ চাঁদাবাজি, ধর্ষণ, দুর্নীতিসহ নানা অপরাধে জড়িয়ে পড়ছে। আজ সমাজে মনুষ্যত্ব, সহানুভূতি ও নৈতিকতার ঘাটতি দেখা যাচ্ছে। ভাইয়ে ভাইয়ে সম্পদের লড়াই, পিতাকে হত্যা, এমনকি পাথর ছুঁড়ে হত্যার মতো জঘন্য অপরাধগুলো সমাজের নৈতিক অবক্ষয়ের প্রতিচ্ছবি।”

পশ্চিমা সংস্কৃতি ও জীবনদর্শনের সমালোচনা করে তিনি বলেন, “যেসব সমাজে কেবল ভোগবাদী জীবন ও পাশ্চাত্য দর্শন চালু আছে, সেসব জায়গায় আত্মহত্যা, সামাজিক বিচ্ছিন্নতা এবং নৈতিক অবক্ষয় বেড়েছে। ইসলামী মূল্যবোধভিত্তিক সমাজে এসব অনিয়ম তুলনামূলকভাবে কম।”

তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “তোমরাই আগামী দিনের সোনার বাংলাদেশের স্থপতি। শুধুমাত্র পুথিগত বিদ্যার মাধ্যমে নয়, আদর্শ, নৈতিকতা ও মানবিক মূল্যবোধের ভিত্তিতে নিজেদের গড়ে তুলতে হবে।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ছাত্রশিবির কেন্দ্রীয় নেতা শরীফ মাহমুদ, জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা নাজমুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ। অনুষ্ঠানে তিন শতাধিক কৃতী শিক্ষার্থীকে সম্মাননা ক্রেস্ট ও উপহার প্রদান করা হয়।

আপনার প্রতিক্রিয়া জানান

❤️
Love
0
(0.00 / 0 total)
👏
Clap
0
(0.00 / 0 total)
🙂
Smile
0
(0.00 / 0 total)
😞
Sad
0
(0.00 / 0 total)

মন্তব্যসমূহ

এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।


সম্পর্কিত নিউজ