ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবকের মৃত্যু

- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মুন্সীগঞ্জের শ্রীনগরে মোটরসাইকেল দুর্ঘটনায় মোহাম্মদ সিয়াম (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার সকালে উপজেলার ওমপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, নিহত সিয়াম মাদারীপুর জেলার হাঁটুপাড়া গ্রামের আলী আকবর মিয়ার ছেলে।
হাঁসাড়া হাইওয়ে পুলিশ ফাঁড়ি সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে সিয়াম বন্ধুদের সঙ্গে মাওয়া ঘাটে বেড়াতে যান। শুক্রবার সকালে তিনি মোটরসাইকেলে করে ঢাকার উদ্দেশ্যে রওনা হন। সকাল সাড়ে ৭টার দিকে ওমপাড়া এলাকায় পৌঁছালে তিনি হঠাৎ মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারান। এসময় তার বাইকটি সড়কের মাঝের কংক্রিট বিভাজকের সঙ্গে জোরে ধাক্কা খায়। আঘাতের তীব্রতায় ঘটনাস্থলেই তিনি মারা যান।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে হাসাড়া হাইওয়ে পুলিশ ফাঁড়িতে নিয়ে যায়। দুর্ঘটনার সময় সিয়াম হেলমেট পরেছিলেন কিনা, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি পুলিশ। তবে স্থানীয়দের ধারণা, অতিরিক্ত গতি ও অসাবধানতাই এ দুর্ঘটনার মূল কারণ।
হাঁসাড়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আবু নাঈম সিদ্দিকী জানান, প্রাথমিক তদন্তে অতিরিক্ত গতি নিয়ন্ত্রণ হারানোর অন্যতম কারণ হিসেবে চিহ্নিত হয়েছে। তিনি বলেন, “সিয়াম দ্রুতগতিতে মোটরসাইকেল চালাচ্ছিলেন। হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মরদেহ ও মোটরসাইকেল ফাঁড়িতে রাখা হয়েছে।”
এদিকে সিয়ামের অকাল মৃত্যুতে তার পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনরা জানান, সিয়াম ছিলেন প্রাণবন্ত ও হাসিখুশি স্বভাবের তরুণ। তিনি ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করতেন এবং অবসর সময়ে বন্ধুদের সঙ্গে মোটরসাইকেলে ভ্রমণ করতেন।
পুলিশ বলছে, প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। পাশাপাশি দুর্ঘটনার বিষয়ে আরও তদন্ত চলছে।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।