টানা ৯৬ বছর শিশুজন্ম বন্ধ, সর্বশেষ শিশু জন্ম নেয় ১৯২৯ সালে

টানা ৯৬ বছর শিশুজন্ম বন্ধ, সর্বশেষ শিশু জন্ম নেয় ১৯২৯ সালে
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

বিশ্বজুড়ে জন্মহার কমে যাওয়া নিয়ে যখন বিভিন্ন দেশের সরকার উদ্বিগ্ন, তখন ইউরোপের একটি দেশ টানা ৯৬ বছর ধরে একেবারেই শূন্য জন্মহার বজায় রেখে অনন্য রেকর্ড গড়েছে। দেশটি হলো বিশ্বের সবচেয়ে ছোট স্বাধীন রাষ্ট্র ভ্যাটিকান সিটি। ১৯২৯ সালের ১১ ফেব্রুয়ারি স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশের পর থেকে আজ পর্যন্ত সেখানে জন্ম নেয়নি একটি শিশুও।

জিও নিউজসহ আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ভ্যাটিকান সিটির মোট জনসংখ্যা খুবই সীমিত এবং এর বড় অংশই অস্থায়ীভাবে সেখানে বসবাস করে। প্রায় ৯০ শতাংশ বাসিন্দা হলেন পোপ, কার্ডিনাল, অন্যান্য ধর্মীয় কর্মকর্তা বা প্রশাসনিক দায়িত্বে নিয়োজিত ব্যক্তি। এই বিশেষ ধরনের জনসংখ্যাগত কাঠামোর কারণেই দেশটিতে জন্মহার শূন্য রয়ে গেছে।

ভ্যাটিকান সিটির নিয়ম অনুযায়ী, কোনো নারী অন্তঃসত্ত্বা হলে তাকে দেশটির বাইরে গিয়ে সন্তান প্রসব করাতে হয়। এর মূল কারণ, ভ্যাটিকানে কোনো হাসপাতাল বা উন্নত চিকিৎসা ব্যবস্থা নেই। ফলে দেশের ভেতরে শিশুজন্ম সম্ভব হয় না। তাছাড়া, দেশের বাইরে জন্ম নেওয়া শিশুও ভ্যাটিকানের নাগরিকত্ব পায় না।

এখানে স্থায়ী নাগরিকত্ব পাওয়া অত্যন্ত কঠিন। ভ্যাটিকান সিটিতে নাগরিকত্ব দেওয়া হয় কেবল কর্মভিত্তিকভাবে—যেমন ধর্মীয় দায়িত্ব বা প্রশাসনিক কাজের জন্য। কাজের মেয়াদ শেষ হলে নাগরিকত্বও স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যায়। এই কারণে স্থায়ীভাবে পরিবার গঠন বা প্রজন্ম বাড়ানোর সুযোগ থাকে না।

বিশেষজ্ঞরা বলছেন, ভ্যাটিকান সিটির কাঠামো ও উদ্দেশ্যই একে বিশ্বের অন্যান্য রাষ্ট্র থেকে আলাদা করেছে। দেশটি মূলত ক্যাথলিক চার্চের কেন্দ্র, যেখানে ধর্মীয় ও প্রশাসনিক কার্যক্রমই প্রধান। জনসংখ্যা বৃদ্ধির লক্ষ্য বা পরিবারভিত্তিক বসতি গড়ে তোলার কোনো নীতি নেই। ফলে টানা প্রায় এক শতাব্দী ধরে দেশটিতে কোনো শিশুজন্ম না হওয়াটা তাদের জন্য অস্বাভাবিক কিছু নয়, বরং প্রাকৃতিক নিয়মেই ঘটছে।

তবে জন্মহার কমে যাওয়া নিয়ে যখন বিশ্বের অনেক উন্নত দেশ চিন্তিত, তখন ভ্যাটিকান সিটির এই শূন্য জন্মহার বিশ্বের কাছে এক অনন্য ব্যতিক্রম হিসেবে আলোচনায় এসেছে।

আপনার প্রতিক্রিয়া জানান

❤️
Love
0
(0.00 / 0 total)
👏
Clap
0
(0.00 / 0 total)
🙂
Smile
0
(0.00 / 0 total)
😞
Sad
0
(0.00 / 0 total)

মন্তব্যসমূহ

এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।


সম্পর্কিত নিউজ