মার্সেলোর বিদায়: ফুটবল জগতে এক যুগের অবসান!

- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
বুটজোড়া তুলে রাখলেন মার্সেলো। পেশাদার ফুটবলের মাঠে দীর্ঘ ২০ বছরের যাত্রার ইতি টেনেছেন ব্রাজিলিয়ান এই ডিফেন্ডার। সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও বার্তার মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে ফুটবলকে বিদায় জানানোর ঘোষণা দেন।
ভিডিও বার্তায় মার্সেলো বলেন, ‘খেলোয়াড় হিসেবে আমার গল্প এখানেই শেষ। তবে ফুটবলকে দেওয়ার মতো এখনো অনেক কিছু বাকি আছে। সব কিছুর জন্য ধন্যবাদ।’
মার্সেলোর ক্যারিয়ারের সবচেয়ে উজ্জ্বল অধ্যায় জুড়ে রয়েছে রিয়াল মাদ্রিদের নাম। ২০০৭ সালে রিয়ালে যোগ দেওয়ার পর ১৫ বছর ধরে তিনি দলটির হয়ে অসংখ্য সাফল্য ও স্মৃতি গড়েছেন।
রিয়াল মাদ্রিদের প্রতি গভীর ভালোবাসা প্রকাশ করে তিনি বলেন, ‘১৮ বছর বয়সে রিয়াল মাদ্রিদ আমার দরজায় কড়া নেড়েছিল। সেখানে পাড়ি জমিয়ে আজ আমি গর্বের সঙ্গে বলতে পারি, আমি একজন সত্যিকারের মাদ্রিদিস্তা।’
২০০৫ সালে ফ্লুমিনেন্সের হয়ে পেশাদার ফুটবলে পা রাখেন মার্সেলো। দুই বছর পর রিয়াল মাদ্রিদে যোগ দিয়ে তিনি একের পর এক সাফল্যের নতুন অধ্যায় রচনা করেন। রিয়ালের হয়ে ১৬ মৌসুমে তিনি ৫টি চ্যাম্পিয়নস লিগ, ৬টি লা লিগা শিরোপাসহ মোট ২৫টি বড় ট্রফি জিতেছেন। ২০২২ সালে রিয়াল মাদ্রিদ ছেড়ে তিনি গ্রিসের অলিম্পিয়াকোসে যোগ দেন।
এরপর ২০২৩ সালে শৈশবের ক্লাব ফ্লুমিনেন্সে ফিরে আসেন মার্সেলো। কিন্তু গত নভেম্বরে কোচ মানো মেনেজেসের সঙ্গে দ্বন্দ্বের জেরে ক্লাবের সঙ্গে চুক্তি বাতিল করেন। এরপর ক্লাবহীন অবস্থায় কাটানোর পর আজ তিনি আনুষ্ঠানিকভাবে ফুটবল থেকে অবসর নেওয়ার ঘোষণা দেন।
ব্রাজিল জাতীয় দলের জার্সি গায়েও উজ্জ্বল ছিল মার্সেলোর উপস্থিতি। ৫৮ ম্যাচে ৬ গোল করা এই ডিফেন্ডার ২০১৩ সালে সতীর্থদের সঙ্গে জিতেছেন কনফেডারেশন কাপ।
মার্সেলোর বিদায় ফুটবল বিশ্বে এক যুগের সমাপ্তি টানলেও, তার অবদান ও সাফল্য চিরস্মরণীয় হয়ে থাকবে। ফুটবলপ্রেমীদের জন্য তিনি রেখে গেছেন অসংখ্য স্মৃতি ও অনুপ্রেরণা।