৪৫০০ রোগীকে স্বাস্থ্যসেবা দেয়া মার্কিন ভুয়া নার্স গ্রেপ্তার

৪৫০০ রোগীকে স্বাস্থ্যসেবা দেয়া মার্কিন ভুয়া নার্স গ্রেপ্তার
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের অ্যাডভেন্টহেলথ পাম কোস্ট পার্কওয়ে হাসপাতালে নার্সের ভুয়া পরিচয়ে প্রায় সাড়ে চার হাজার রোগীর চিকিৎসা দেওয়ার অভিযোগে ২৯ বছর বয়সী এটাম বারডিসাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে নার্সিং লাইসেন্স ছাড়াই চিকিৎসাসেবা দেওয়ার এবং ভুয়া পরিচয় ব্যবহার করে প্রতারণার সাতটি অভিযোগ আনা হয়েছে।

বারডিসা ২০২৩ সালের জুলাই থেকে ২০২৫ সালের জানুয়ারি পর্যন্ত ওই হাসপাতালে কাজ করছিলেন। তদন্তে জানা গেছে, তিনি অন্য এক নার্সের লাইসেন্স নম্বর ব্যবহার করতেন। ওই নার্সের প্রথম নাম ও বারডিসার নামের মধ্যে সাদৃশ্য থাকায় তিনি লাইসেন্স নম্বরটি ব্যবহার করতেন বলে দাবি করেন। তবে তার বিয়ের সনদ প্রদর্শনের অনুরোধ প্রত্যাখ্যান করেন তিনি।

চলতি বছরের জানুয়ারি মাসে হাসপাতাল থেকে পদোন্নতির প্রস্তাব পাওয়ার পর তার সহকর্মী তার মেয়াদোত্তীর্ণ নার্সিং লাইসেন্সের বিষয়টি খেয়াল করেন। এরপর ৭ মাস ব্যাপী তদন্ত চালানো হয়। গত ৫ আগস্ট তার বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ফ্ল্যাগলার কাউন্টির শেরিফ রিক স্ট্যালি এই ঘটনার বিষয়ে বলেন, এটি চিকিৎসা ক্ষেত্রে প্রতারণার অন্যতম উদ্বেগজনক ঘটনা। এই নারীর ভুয়া পরিচয়ের কারণে হাজার হাজার মানুষের জীবন ঝুঁকির মুখে পড়েছে।

স্থানীয় শেরিফ অফিস ভুক্তভোগী রোগীদের জন্য একটি ই-মেইল সেবা চালু করেছে, যেখান থেকে তারা পরবর্তী ব্যবস্থা ও তথ্য নিতে পারবেন।

এই ঘটনা মার্কিন স্বাস্থ্য ব্যবস্থায় নার্সিং লাইসেন্স নিয়ন্ত্রণ এবং রোগী সুরক্ষার গুরুত্ব আবারও তুলে ধরেছে। ভুয়া নার্সের কারণে সৃষ্ট এই প্রতারণা বিষয়ক ঘটনার বিচার ও তদন্ত অব্যাহত রয়েছে।

আপনার প্রতিক্রিয়া জানান

❤️
Love
0
(0.00 / 0 total)
👏
Clap
0
(0.00 / 0 total)
🙂
Smile
0
(0.00 / 0 total)
😞
Sad
0
(0.00 / 0 total)

মন্তব্যসমূহ

এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।


সম্পর্কিত নিউজ