চাঁদাবাজ-দখলদারদের পুলিশের কাছে ধরিয়ে দিন: শামসুজ্জামান দুদু

চাঁদাবাজ-দখলদারদের পুলিশের কাছে ধরিয়ে দিন: শামসুজ্জামান দুদু
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় বিএনপি আয়োজিত এক সমাবেশে দলের ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, চাঁদাবাজ, দখলদার বা দেশের ক্ষতিসাধনকারীরা কখনোই বিএনপির লোক হতে পারে না। যারা এসব অপকর্মে জড়িত, তাদের আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর হাতে তুলে দেওয়ার আহ্বান জানান তিনি। শুক্রবার (৮ আগস্ট) বিকেল ৫টায় উপজেলা চত্বরে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে দুদু এসব কথা বলেন।

তিনি বলেন, বিএনপির কেউ জোর করে এমপি হয় না। তারেক রহমান ষোলো বছর লড়াই করে আসছেন এবং বেগম খালেদা জিয়া স্বাধীনতা ও গণতন্ত্রের জন্য জীবন উৎসর্গ করেছেন। অথচ প্রধানমন্ত্রী শেখ হাসিনা অতীতে ‘মুজিব কন্যা পালায় না’ বলে দাবি করলেও বর্তমানে সীমান্তে বাংলাদেশিদের হত্যা করা সেই দেশের আশ্রয়ে ভারতে পালিয়ে রয়েছেন বলে অভিযোগ করেন তিনি।

আগামী জাতীয় নির্বাচন প্রসঙ্গে শামসুজ্জামান দুদু বলেন, আগামী ফেব্রুয়ারির নির্বাচনে ধানের শীষ ছাড়া অন্য কোনো প্রতীক গুরুত্ব পাবে না। তার দাবি, এবার ধানের শীষের সরকার ক্ষমতায় আসবে—যে সরকার মানবতা প্রতিষ্ঠা করবে, কৃষকের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করবে, শ্রমিকদের ঘাম শুকানোর আগেই পারিশ্রমিক দেবে এবং লাখ লাখ শিক্ষিত বেকার যুবকের কর্মসংস্থানের ব্যবস্থা করবে।

সভায় সভাপতিত্ব করেন আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সভাপতি শহিদুল কাওনাইন টিলু। আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ সাইফুল ইসলাম এবং জেহালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপি নেতা আসিরুল ইসলাম সেলিম প্রমুখ।

দুদু তার বক্তৃতায় বিএনপির আন্দোলন, নেতৃত্ব এবং ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেন। তিনি দাবি করেন, দেশের মানুষ পরিবর্তন চায় এবং সেই পরিবর্তনের জন্য বিএনপিই হবে জনগণের একমাত্র ভরসা। তার বক্তব্যে বর্তমান সরকারের সমালোচনার পাশাপাশি দলীয় নেতাকর্মীদের সততা ও শৃঙ্খলা বজায় রাখার ওপর বিশেষ জোর দেন। সমাবেশে স্থানীয় বিএনপির নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

আপনার প্রতিক্রিয়া জানান

❤️
Love
0
(0.00 / 0 total)
👏
Clap
0
(0.00 / 0 total)
🙂
Smile
0
(0.00 / 0 total)
😞
Sad
0
(0.00 / 0 total)

মন্তব্যসমূহ

এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।


সম্পর্কিত নিউজ