মাত্র ৩৩ বছর বয়সে মালদ্বীপে বাংলাদেশের রাষ্ট্রদূত ড. নাজমুল

- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
মালদ্বীপে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত হিসেবে তরুণ শিক্ষাবিদ ড. মো. নাজমুল ইসলামকে নিয়োগ দিয়েছে সরকার। মাত্র ৩৩ বছর বয়সে এই দায়িত্ব পাওয়া দেশের ইতিহাসে প্রথম। কূটনৈতিক মহলে এটি বাংলাদেশের জন্য নতুন দিগন্ত উন্মোচনের ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব আবু সালেহ মো. মাহফুজুল আলমের সই করা প্রজ্ঞাপনে জানানো হয়, ২৭ জুলাই চুক্তিভিত্তিক নিয়োগে ড. নাজমুল ইসলামকে মালদ্বীপে হাই কমিশনার পদে নিয়োগ দেওয়া হয়েছে। শর্ত অনুযায়ী, তাকে অন্য যে কোনো পেশা, ব্যবসা বা সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে কর্ম-সম্পর্ক ত্যাগ করতে হবে। নিয়োগের মেয়াদ দুই বছর। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (প্রশাসন) মো. আবুল হাসান মৃধার সই করা ৩ আগস্টের অফিস আদেশে তাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে ন্যস্ত করে মালেতে যোগদানের নির্দেশ দেওয়া হয়।
নোয়াখালী জেলার বাসিন্দা ড. নাজমুল ঢাকা বিশ্ববিদ্যালয়ের শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের ২০০৯-১০ সেশনের শিক্ষার্থী ছিলেন এবং ২০১৪ সালে স্নাতকোত্তর সম্পন্ন করেন। পরবর্তীতে তুরস্ক সরকারের বৃত্তি নিয়ে আঙ্কারা ইলদিরিম বেয়াজিট বিশ্ববিদ্যালয়ে পিএইচডি সম্পন্ন করে সেখানেই সহযোগী অধ্যাপক হিসেবে কাজ শুরু করেন।
শিক্ষাজীবনের পাশাপাশি তুরস্কের পার্লামেন্টে ফরেন রিলেশন্স অ্যান্ড প্রটোকল ডিপার্টমেন্টে বিশেষ উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। শত বছরের ইতিহাসে প্রথম বিদেশি হিসেবে তার এই নিয়োগ বিরল সম্মান বয়ে আনে। এছাড়া তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ফরেন সার্ভিস ইনস্টিটিউটের সাউথ এশিয়ায় গেস্ট লেকচারার হিসেবেও কর্মরত।
ড. নাজমুল জাতিসংঘ, ওআইসি এবং ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ কার্যক্রমে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন। রোহিঙ্গা সংকটসহ সংখ্যালঘু ইস্যুতে তার কূটনৈতিক ও একাডেমিক উদ্যোগ প্রশংসিত হয়েছে। তরুণ বয়সেই আন্তর্জাতিক অঙ্গনে তার এ সফলতা বাংলাদেশ কূটনীতিতে নতুন প্রেরণা যোগ করেছে।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।