বিসিবির বোর্ড সভা আজ, আলোচনায় বিপিএল ও ১৪ ইস্যু

বিসিবির বোর্ড সভা আজ, আলোচনায় বিপিএল ও ১৪ ইস্যু
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নিয়মিত বোর্ড সভা আজ বিকাল ৩টায় মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বসছে। সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বর্তমানে অস্ট্রেলিয়ায় অবস্থান করায় তিনি সভায় থাকছেন না। পরিচালকদের মধ্যে দুই থেকে তিনজন ঢাকার বাইরে থাকলেও বাকি সদস্যদের উপস্থিতিতেই আলোচনায় আসবে অন্তত ১৪টি গুরুত্বপূর্ণ বিষয়।

বিসিবির একটি সূত্র জানিয়েছে, আলোচ্যসূচিতে বিপিএল, আম্পায়ার্স ইস্যু, ক্রিকেট অপারেশনস, গ্রাউন্ডস অ্যান্ড ফ্যাসিলিটিসসহ প্রায় ১৯টি বিষয় রয়েছে। সম্প্রতি নিয়োগ পাওয়া পাওয়ার হিটিং কোচ জুলিয়ান উড, প্রধান কিউরেটর টনি হেমিংসহ কয়েকজনের নিয়োগ অনুমোদনও আজ চূড়ান্ত হতে পারে।

উল্লেখযোগ্য বিষয় হলো, অস্ট্রেলিয়ান অভিজ্ঞ কিউরেটর টনি হেমিংয়ের প্রত্যাবর্তন। বিসিবির প্রতি অভিমানে গত বছর চুক্তির মাঝপথে দায়িত্ব ছেড়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন তিনি। এবার এক বছরের চুক্তিতে আবারও বিসিবিতে ফিরছেন। এবার তিনি টার্ফ ম্যানেজমেন্ট উইংয়ের প্রধান হিসেবে দেশের সব আন্তর্জাতিক ভেন্যুর দেখভালের দায়িত্বে থাকবেন।

আজকের সভায় বিপিএল নিয়েও বড় সিদ্ধান্ত আসতে পারে। বিসিবি আগেই জানিয়েছিল, আসন্ন বিপিএল আয়োজনের জন্য পাঁচটি স্পোর্টস মার্কেটিং পরামর্শক প্রতিষ্ঠান আগ্রহ দেখিয়েছে। এগুলো হলো—অ্যাপেক্স স্পোর্টস কনসাল্টিং, এইএমজি, রিয়েল ইম্প্যাক্ট অ্যান্ড অ্যাবসলুট লিজেন্ডস স্পোর্টস এবং দ্য প্রচপ। এর মধ্যে কোন প্রতিষ্ঠান এবারের বিপিএলের দায়িত্ব পাবে, তা চূড়ান্ত হতে পারে আজকের বৈঠকেই।

এ ছাড়া সভায় ক্রিকেট অবকাঠামো উন্নয়ন, ঘরোয়া লিগের পরিকল্পনা, নারী ক্রিকেটের সম্প্রসারণ, আম্পায়ারদের মানোন্নয়ন কর্মসূচি, বিদেশি বিশেষজ্ঞ নিয়োগ, ভেন্যু সংস্কার প্রকল্প এবং জাতীয় দলের আসন্ন সিরিজ প্রস্তুতি নিয়েও সিদ্ধান্ত আসতে পারে।

বিসিবির অভ্যন্তরীণ সূত্রের দাবি, সভায় কিছু দীর্ঘমেয়াদি উন্নয়ন পরিকল্পনা এবং বাজেট অনুমোদনও হতে পারে। সব মিলিয়ে আজকের বৈঠকটি নতুন মৌসুমের ক্রিকেট কার্যক্রমের রূপরেখা তৈরির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে চলেছে।

আপনার প্রতিক্রিয়া জানান

❤️
Love
0
(0.00 / 0 total)
👏
Clap
0
(0.00 / 0 total)
🙂
Smile
0
(0.00 / 0 total)
😞
Sad
0
(0.00 / 0 total)

মন্তব্যসমূহ

এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।


সম্পর্কিত নিউজ