জম্মু-কাশ্মীরে তীব্র বন্দুকযুদ্ধে ২ ভারতীয় সেনা নিহত

- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
জম্মু-কাশ্মীরের কুলগাম জেলায় বন্দুকধারীদের সঙ্গে তীব্র গোলাগুলির ঘটনা ঘটেছে, যার ফলে দুই ভারতীয় সেনা নিহত হয়েছেন। শনিবার (৯ আগস্ট) সকাল থেকে নবম দিনেও এই বন্দুকযুদ্ধ অব্যাহত রয়েছে। আহত হয়েছে আরও ১০ জন সেনা সদস্য। এ নিয়ে সংঘর্ষে নিহত এবং আহত সেনাদের সংখ্যা মোট ১২ জনের বেশি বলে জানা গেছে।
সংঘর্ষ চলা এলাকায় জম্মু-কাশ্মীরের ঘন বনাঞ্চল হওয়ায় বন্দুকধারীরা বেশ শক্ত অবস্থানে রয়েছে। ভারতের নিরাপত্তা বাহিনী এদের লুকিয়ে থাকার ঠিকানা বের করতে শত শত সেনা নিয়ে বৃহত্তম অভিযান পরিচালনা করছে। অভিযানে আধুনিক ড্রোন, আক্রমণাত্মক হেলিকপ্টার ব্যবহার করা হচ্ছে। গুলিবর্ষণের পাশাপাশি মাঝে মাঝে বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে।
ভারতীয় সেনাবাহিনীর ১৫তম কর্পস সদর দফতর এক বিবৃতিতে নিহত সেনা লেফটেন্যান্ট নায়েক প্রিতপাল সিং এবং হরমিন্দর সিংয়ের সাহস ও আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানায়। তারা বলেছেন, “জাতির জন্য কর্তব্য পালনকারী এই সাহসী সেনাদের সর্বোচ্চ সম্মান জানানো হয় এবং তাদের নিষ্ঠা আমাদের চিরকাল অনুপ্রাণিত করবে।” সেনাবাহিনী নিহতদের পরিবার ও আত্মীয়দের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছে।
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, এই বন্দুকযুদ্ধ সাম্প্রতিককালে জম্মু-কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকধারীদের মধ্যে দীর্ঘতম সংঘর্ষের একটি হিসেবে বিবেচিত হচ্ছে। স্থানীয় নিরাপত্তা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য দিনরাত কাজ করছে এবং সন্দেহভাজন এলাকা নির্ণয়ের জন্য ড্রোন দিয়ে বায়ুবিষয়ক নজরদারি চালাচ্ছে।
বন্দুকযুদ্ধের কারণে এলাকার নিরাপত্তা পরিস্থিতি অতিরিক্ত সঙ্কটজনক হয়ে উঠেছে। স্থানীয় বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েছেন। পরিস্থিতি স্বাভাবিক করতে বিভিন্ন নিরাপত্তা সংস্থার আধিকারিকরা মোতায়েন রয়েছেন। এখন পর্যন্ত সংঘর্ষ স্থগিত করার কোনো তথ্য পাওয়া যায়নি।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।