মাকে মারধর, বাবাকে গালিগালাজ, যুবকের ৩ মাসের কারাদণ্ড

মাকে মারধর, বাবাকে গালিগালাজ, যুবকের ৩ মাসের কারাদণ্ড
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় মাকে মারধর ও বাবা-মাকে গালিগালাজের অভিযোগে এক যুবককে মধ্যরাতে ভ্রাম্যমাণ আদালত তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে। দণ্ডপ্রাপ্ত গোলাম রব্বানী (২৮) দক্ষিণ রাজিব গ্রামের আব্দুল মজিদের ছেলে। শুক্রবার (৮ আগস্ট) দিবাগত রাত ১টার দিকে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) প্রীতম সাহা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ রায় দেন। একইসঙ্গে তাকে ৫০০ টাকা অর্থদণ্ডও দেওয়া হয়। শনিবার দুপুরে তাকে নীলফামারী জেলা কারাগারে পাঠানো হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েক মাস আগে পর্যন্ত ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন গোলাম রব্বানী। তবে গত দুই-তিন মাস ধরে তিনি অনলাইনে অবৈধ ক্যাসিনো গেমে আসক্ত হয়ে পড়েন। এতে ব্যবসার পুঁজি হারানোর পর পরিবারের জমানো টাকাও শেষ করে ফেলেন। সম্প্রতি ক্যাসিনো খেলার টাকার জন্য বাড়ির কিছু আসবাবপত্র ও গবাদি পশু বিক্রির চেষ্টা করেন তিনি। এ সময় মা-বাবা বাধা দিলে রব্বানী ক্ষিপ্ত হয়ে ওঠেন। অভিযোগ অনুযায়ী, তিনি বাবাকে গালিগালাজ করেন এবং মাকে মারধর করেন।

এ ঘটনায় গোলাম রব্বানীর বাবা-মা থানায় লিখিত অভিযোগ দাখিল করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ তাকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করে। কিশোরগঞ্জ সদর ইউনিয়নের চেয়ারম্যান হোসেন শহীদ সোহরাওয়ার্দী গ্রেনেড বাবু জানান, শুক্রবার রাতেই গোলাম রব্বানী গরু ও অন্যান্য জিনিসপত্র বিক্রির চেষ্টা করেন। এতে বাধা দেওয়ায় তিনি মা-বাবার ওপর চড়াও হন বলে স্থানীয়রা জানান।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) প্রীতম সাহা বলেন, আসামি মাকে মারধর ও বাবাকে গালিগালাজ করার বিষয়টি স্বীকার করেছে। এজন্য দণ্ডবিধির ১৮৬০ সালের ৩৫৫ ধারা অনুযায়ী তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম জানান, শনিবার দুপুরে গোলাম রব্বানীকে নীলফামারী জেলা কারাগারে পাঠানো হয়েছে। এ ঘটনা স্থানীয় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

আপনার প্রতিক্রিয়া জানান

❤️
Love
0
(0.00 / 0 total)
👏
Clap
0
(0.00 / 0 total)
🙂
Smile
0
(0.00 / 0 total)
😞
Sad
0
(0.00 / 0 total)

মন্তব্যসমূহ

এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।


সম্পর্কিত নিউজ