বেলুচিস্তানে সন্ত্রাসবিরোধী অভিযানে ভারত-সমর্থিত ৪৭ সন্ত্রাসী নিহত

- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে পাকিস্তান সেনাবাহিনী পরিচালিত সন্ত্রাসী বিরোধী অভিযানে ৪৭ জন সশস্ত্র জঙ্গি নিহত হয়েছে। সেনাবাহিনীর জনসংযোগ দপ্তর আইএসপিআর শনিবার এক বিবৃতিতে জানায়, নিহতদের সবাই ভারত-সমর্থিত আফগানিস্তানি সন্ত্রাসী।
বিবৃতিতে বলা হয়, ৭ থেকে ৮ আগস্ট রাতের অভিযানে বেলুচিস্তানের ঝোব জেলার সাম্বাজা এলাকায় পাকিস্তান-আফগানিস্তান সীমান্ত পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা করছিল প্রায় তিন ডজন জঙ্গি। নিরাপত্তা বাহিনীর গুলিতে ঘটনাস্থলেই ৩৩ জন নিহত হয়। এরপর সেনারা আশপাশের এলাকায় পরিকল্পিত স্যানিটাইজেশন অভিযান চালিয়ে আরও ১৪ জনকে হত্যা করে।
আইএসপিআর জানায়, নিহত জঙ্গিদের কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। সেনাবাহিনী দেশের সীমান্ত রক্ষায় এবং পাকিস্তানের শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়ন ব্যাহত করার যেকোনো প্রচেষ্টা প্রতিহত করতে অঙ্গীকারবদ্ধ বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এ অভিযানে সাফল্যের জন্য নিরাপত্তা বাহিনীকে অভিনন্দন জানিয়েছেন। অ্যাসোসিয়েটেড প্রেস অব পাকিস্তানকে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, সাহসী সেনারা জীবন ঝুঁকিতে ফেলে অনুপ্রবেশ ঠেকিয়েছে এবং সন্ত্রাসীদের ঘৃণ্য পরিকল্পনা ভণ্ডুল করেছে।
সম্প্রতি বেলুচিস্তানের খনিজসম্পদ সমৃদ্ধ অঞ্চল থেকে বেশি অর্থনৈতিক অংশ দাবি করে সক্রিয় বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলো সেনাবাহিনীর ওপর হামলা বাড়িয়েছে। এরই ধারাবাহিকতায় সেনারা এখন গোয়েন্দা তথ্যভিত্তিক বিশেষ অভিযান পরিচালনা করছে।
উল্লেখ্য, ২০২১ সালে আফগানিস্তানে তালেবান শাসন ফিরে আসার পর পাকিস্তানে সীমান্তবর্তী জঙ্গি হামলা বেড়েছে। বিশেষত খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তান প্রদেশে এ ধরনের ঘটনা বেশি ঘটছে। পাকিস্তান অভিযোগ করে আসছে, সীমান্তবর্তী এলাকায় সক্রিয় জঙ্গিদের বিষয়ে কাবুল নির্বিকার। তবে আফগানিস্তানের সরকার এসব অভিযোগ অস্বীকার করে। শুক্রবার পাকিস্তান সেনাবাহিনী দাবি করে, নিহত জঙ্গিদের পেছনে ভারতের প্রত্যক্ষ সমর্থন রয়েছে।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।