আন্তর্জাতিক এআই দাবা টুর্নামেন্টে চ্যাম্পিয়ন চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান

আন্তর্জাতিক এআই দাবা টুর্নামেন্টে চ্যাম্পিয়ন চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

আন্তর্জাতিক এআই দাবা টুর্নামেন্টে শিরোপা জিতেছে চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই। ফাইনালে তারা হারিয়েছে ইলন মাস্কের এআই মডেল গ্রোক ৪–কে। বিশ্বের সেরা কৃত্রিম বুদ্ধিমত্তা দাবাড়ু নির্ধারণে আয়োজিত এই প্রতিযোগিতায় অংশ নেয় মোট আটটি বড় ভাষা মডেল, যার মধ্যে ছিল ওপেনএআই, এক্সএআই, গুগল, অ্যানথ্রপিক, চীনের ডিপসিক ও মুনশট এআই।

দাবা দীর্ঘদিন ধরে কম্পিউটারের সক্ষমতা যাচাইয়ের অন্যতম মানদণ্ড। তবে এবারের প্রতিযোগিতা ছিল ব্যতিক্রমী। অংশগ্রহণকারী মডেলগুলো বিশেষভাবে দাবার জন্য তৈরি নয়; বরং নিত্যদিনের নানা কাজে ব্যবহারের জন্য প্রশিক্ষিত। প্রতিযোগিতায় ওপেনএআইয়ের ওথ্রি মডেল অপরাজিত থেকে ফাইনালে পৌঁছায় এবং গ্রোক ৪–কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।

সেমিফাইনাল পর্যন্ত অনেকেই মনে করেছিলেন, গ্রোক ৪–কে হারানো কঠিন হবে। কিন্তু ফাইনালে গ্রোক একের পর এক ভুল করে বসে। সুযোগ কাজে লাগিয়ে ওথ্রি টানা কয়েকটি নিশ্চিত জয় তুলে নেয়। দাবা গ্র্যান্ডমাস্টার হিকারু নাকামুরা সরাসরি সম্প্রচারে মন্তব্য করেন, “গ্রোক অনেক ভুল করেছে, কিন্তু ওপেনএআই একটিও করেনি।”

তৃতীয় স্থান অর্জন করেছে গুগলের মডেল জেমিনি, যা ওপেনএআইয়ের আরেকটি মডেলকে হারিয়ে এ অবস্থান নিশ্চিত করে। প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়েছে গুগলের মালিকানাধীন প্ল্যাটফর্ম ক্যাগলে, যেখানে ডেটা বিজ্ঞানীরা নিয়মিত মডেলের যুক্তি প্রয়োগ, কৌশল নির্ধারণ এবং সমস্যা সমাধানের ক্ষমতা পরীক্ষা করেন।

এআই মডেলের সক্ষমতা যাচাইয়ে দাবার মতো কৌশলভিত্তিক খেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের খেলায় লক্ষ্য অর্জন, প্রতিপক্ষকে হারানো এবং নির্ভুলভাবে পরিকল্পনা বাস্তবায়নের দক্ষতা যাচাই করা যায়। প্রযুক্তি দুনিয়ায় এর আগে দাবা ও গো খেলার মাধ্যমে এআইয়ের বিপ্লবী সাফল্যের নজির স্থাপন করেছে আইবিএমের ‘ডিপ ব্লু’ ও গুগল ডিপমাইন্ডের ‘আলফাগো’।

এই জয় ওপেনএআই ও ইলন মাস্কের এক্সএআইয়ের মধ্যকার প্রযুক্তিগত প্রতিদ্বন্দ্বিতাকে আরও তীব্র করেছে। ওপেনএআইয়ের প্রধান নির্বাহী স্যাম অল্টম্যান এবং মাস্ক দুজনই দাবি করে আসছেন, তাদের মডেলই বিশ্বের সবচেয়ে উন্নত। নতুন এই সাফল্য সেই দাবি ঘিরে আলোচনাকে নতুন মাত্রা দিয়েছে।

আপনার প্রতিক্রিয়া জানান

❤️
Love
0
(0.00 / 0 total)
👏
Clap
0
(0.00 / 0 total)
🙂
Smile
0
(0.00 / 0 total)
😞
Sad
0
(0.00 / 0 total)

মন্তব্যসমূহ

এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।


সম্পর্কিত নিউজ