ইসরায়েলের ২০ গুপ্তচর গ্রেপ্তার করল ইরান

ইসরায়েলের ২০ গুপ্তচর গ্রেপ্তার করল ইরান
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে কাজ করার অভিযোগে ২০ জনকে গ্রেপ্তার করেছে ইরান। শনিবার (৯ আগস্ট) তেহরানে এক সংবাদ সম্মেলনে দেশটির বিচার বিভাগের মুখপাত্র আসগর জাহাঙ্গিরি এ তথ্য জানান। তিনি বলেন, গ্রেপ্তারদের মধ্যে কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় মুক্তি দেওয়া হয়েছে, তবে সঠিক সংখ্যা প্রকাশ করা হয়নি। বাকি অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর রায় দেওয়া হবে এবং বিচার প্রক্রিয়াকে উদাহরণ হিসেবে উপস্থাপন করা হবে বলে তিনি সতর্ক করেন।

ইরানি বিচার বিভাগ জানিয়েছে, সম্প্রতি দেশটিতে ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে মৃত্যুদণ্ড কার্যকরের হার উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। শুধু চলতি বছরেই অন্তত আটজনের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে। গত বুধবার মৃত্যুদণ্ড কার্যকর হয় ইরানি পারমাণবিক বিজ্ঞানী রুজবেহ ভাদিরের। রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, তিনি ইসরায়েলের জন্য গুপ্তচরবৃত্তি এবং জুন মাসে ইসরায়েলের বিমান হামলায় নিহত এক বিজ্ঞানীর তথ্য ফাঁসের দায়ে দোষী সাব্যস্ত হয়েছিলেন।

গত জুনে টানা ১২ দিন ইরানে বিমান হামলা চালায় ইসরায়েল। লক্ষ্যবস্তু ছিল দেশটির শীর্ষ জেনারেল, পারমাণবিক বিজ্ঞানী, গুরুত্বপূর্ণ স্থাপনা ও আবাসিক এলাকা। জবাবে ইরান একের পর এক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় ইসরায়েলের বিভিন্ন স্থাপনার দিকে। মানবাধিকার সংস্থা এইচআরএনএ’র তথ্য অনুযায়ী, ইসরায়েলি হামলায় ইরানে মোট ১,১৯০ জন নিহত হয়, যার মধ্যে ৪৩৬ জন বেসামরিক এবং ৪৩৫ জন নিরাপত্তা বাহিনীর সদস্য। অপরদিকে, ইসরায়েল জানায়, ইরানের পাল্টা হামলায় তাদের দেশে ২৮ জন নিহত হয়েছে।

বিচার বিভাগের মুখপাত্র আসগর জাহাঙ্গিরি জানান, “গুপ্তচর এবং জায়োনিস্ট শাসনের এজেন্টদের বিরুদ্ধে কোনো রকম সহানুভূতি দেখানো হবে না। কঠোর রায় দিয়ে সবাইকে শিক্ষা দেওয়া হবে।” তদন্ত শেষ হলে গ্রেপ্তারদের বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে বলেও তিনি জানান।

ইরান ও ইসরায়েলের মধ্যে দীর্ঘদিনের শত্রুতাপূর্ণ সম্পর্ক সাম্প্রতিক ঘটনাবলির কারণে আরও তীব্র আকার ধারণ করেছে। বিশেষ করে সামরিক ও গোয়েন্দা অভিযানের পাল্টাপাল্টি ধারা মধ্যপ্রাচ্যে নতুন করে অস্থিরতা সৃষ্টি করছে। বিশ্লেষকদের মতে, এই পরিস্থিতি আঞ্চলিক নিরাপত্তার জন্য গুরুতর হুমকি হয়ে উঠতে পারে।

আপনার প্রতিক্রিয়া জানান

❤️
Love
1
(1.00 / 1 total)
👏
Clap
0
(0.00 / 1 total)
🙂
Smile
0
(0.00 / 1 total)
😞
Sad
0
(0.00 / 1 total)

মন্তব্যসমূহ

এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।


সম্পর্কিত নিউজ