অবৈধভাবে ভারতে পালানোর সময় আওয়ামী লীগ দপ্তর সম্পাদক আটক

অবৈধভাবে ভারতে পালানোর সময় আওয়ামী লীগ দপ্তর সম্পাদক আটক
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

ঝিনাইদহের মহেশপুর উপজেলার শ্যামকুড় সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে পালানোর চেষ্টা করার সময় ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির ভাগনে রিয়াজ উদ্দিনকে আটক করেছে স্থানীয়রা। শনিবার (৯ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার জেলেপোতা গ্রামের ক্লাব মোড় এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় তিন মানবপাচারকারী দালালকেও আটক করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (৭ আগস্ট) অবৈধভাবে ভারতে প্রবেশের জন্য রিয়াজ উদ্দিন মহেশপুরের পিপুল বাড়িয়া গ্রামের দালাল ভজের আলীর কাছে যান। কিন্তু পরিকল্পনা অনুযায়ী সীমান্তে পৌঁছে দেওয়ার বদলে দালাল চক্রের সদস্যরা তাকে জিম্মি করে কয়েক দফায় বড় অঙ্কের টাকা দাবি করে। টাকা দিতে না পারায় দুদিন ধরে তাকে আটকে রেখে হত্যার হুমকিও দেওয়া হয়। শনিবার ভোরে মোটরসাইকেলে করে তাকে শহরের দিকে নেওয়ার সময় সুযোগ পেয়ে রিয়াজ উদ্দিন লাফিয়ে পড়ে চিৎকার করেন। তার ডাক শুনে স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে মোটরসাইকেলে থাকা দুই দালাল ও রিয়াজকে আটক করে।

পরে খবর পেয়ে দালাল ভজের আলী ঘটনাস্থলে এসে বিজিবির সঙ্গে আটকদের ছাড়ানোর চেষ্টা করলে ক্ষুব্ধ জনতা তাকেও আটক করে। বিজিবি সদস্যরা দালালদের নিতে চাইলে স্থানীয়রা বাধা দেন এবং পুলিশে খবর দেন। মহেশপুর থানা পুলিশ পরে ঘটনাস্থলে গিয়ে রিয়াজ উদ্দিনসহ তিন দালালকে থানায় নিয়ে যায়।

শ্যামকুড় ইউপি সদস্য তরিকুল ইসলাম জানান, রিয়াজ উদ্দিন নিজেই স্বীকার করেছেন যে দালালরা তাকে তিন দিন ধরে আটক রেখে ৩ লাখ ৬০ হাজার টাকা ও এটিএম কার্ড নিয়ে গেছে। এ ঘটনায় তিনি পুলিশের কাছে অভিযোগ করেছেন।

মহেশপুর থানার ওসি সাজ্জাদ হোসেন বলেন, রিয়াজ উদ্দিনের নামে ঢাকার যাত্রাবাড়ী ও ভাটোরা থানায় হত্যা ও চাঁদাবাজির দুটি মামলা রয়েছে। সীমান্ত দিয়ে পালানোর চেষ্টা ও দালাল চক্রের সংশ্লিষ্টতার বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। রাজনৈতিকভাবে প্রভাবশালী পরিবারের সদস্যের অবৈধ সীমান্তপথে পালানোর চেষ্টার বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে।

আপনার প্রতিক্রিয়া জানান

❤️
Love
0
(0.00 / 0 total)
👏
Clap
0
(0.00 / 0 total)
🙂
Smile
0
(0.00 / 0 total)
😞
Sad
0
(0.00 / 0 total)

মন্তব্যসমূহ

এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।


সম্পর্কিত নিউজ