বিয়ে করলেন শহীদ মীর মুগ্ধর ভাই স্নিগ্ধ!

বিয়ে করলেন শহীদ মীর মুগ্ধর ভাই স্নিগ্ধ!
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

বিয়ে করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে পুলিশের গুলিতে নিহত শহীদ মীর মুগ্ধর যমজ ভাই ও জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সিইও মীর স্নিগ্ধ।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) তার বিয়ের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। তবে তার বিয়ের বিষয়ে বিস্তারিত কোনো তথ্য এখন পর্যন্ত পাওয়া যায়নি।

উল্লেখ্য , কোটা সংস্কার আন্দোলন ঘিরে উত্তরার আজমপুরে সংঘর্ষের মধ্যে গত ১৮ জুলাই গুলিবিদ্ধ হয়ে নিহত হন মীর মুগ্ধ। তিনি খুলনা বিশ্ববিদ্যালয় থেকে ২০২৩ সালে গণিতে স্নাতক পাসের পর বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)-এ এমবিএ করছিলেন। 

মুগ্ধর বাবার নাম মীর মোস্তাফিজুর রহমান ও মায়ের নাম শাহানা চৌধুরী। তার গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায়। তিন ভাইয়ের মধ্যে মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ ও মুগ্ধ ছিলেন যমজ।


সম্পর্কিত নিউজ