জিরো ট্যাক্স রিটার্ন বেআইনি, কারাদণ্ডের হুঁশিয়ারি এনবিআরের

জিরো ট্যাক্স রিটার্ন বেআইনি, কারাদণ্ডের হুঁশিয়ারি এনবিআরের
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সতর্ক করেছে যে প্রকৃত আয়, ব্যয়, সম্পদ ও দায়ের তথ্য গোপন রেখে বা মিথ্যা তথ্য দিয়ে ‘জিরো ট্যাক্স রিটার্ন’ দাখিল করা আইনত দণ্ডনীয় অপরাধ। আয়কর আইন, ২০২৩ অনুসারে ‘জিরো রিটার্ন’ নামে কোনো প্রকার রিটার্ন দাখিলের বিধান নেই।

রোববার (১০ আগস্ট) এক সংবাদ বিবৃতিতে এনবিআর জানায়, সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু ভ্রান্ত ধারণা প্রচার করা হচ্ছে—যেখানে বলা হচ্ছে, রিটার্নের সব ঘর শূন্য দেখিয়েও কর রিটার্ন দাখিল করা সম্ভব। এসব বিভ্রান্তিকর পোস্টের বশবর্তী হয়ে কিছু করদাতা মিথ্যা ঘোষণা দিয়ে তাদের আয়, ব্যয়, সম্পদ ও দায় শূন্য দেখিয়ে রিটার্ন দাখিল করছেন বলে এনবিআরের নজরে এসেছে।

সংস্থাটি স্পষ্ট করেছে, আয়কর রিটার্নে করদাতাকে তার প্রকৃত আয়, ব্যয়, সম্পদ ও দায় সঠিকভাবে প্রদর্শন করতেই হবে। করযোগ্য আয় না থাকলেও সঠিক তথ্য প্রদান অপরিহার্য। শূন্য দেখিয়ে রিটার্ন দাখিল করা আয়কর আইন অনুযায়ী সম্পূর্ণ বেআইনি। আইনটির ধারা ৩১২ ও ৩১৩ অনুসারে, মিথ্যা বা অসত্য তথ্য প্রদান করলে করদাতার সর্বোচ্চ পাঁচ বছর কারাদণ্ডের বিধান রয়েছে।

এনবিআরের জনসংযোগ কর্মকর্তা আল আমিন শেখ বলেন, সঠিক ঘোষণা প্রদান করা একজন করদাতার পবিত্র নাগরিক ও আইনি দায়িত্ব। করযোগ্য আয় না থাকলেও করদাতাকে তার প্রকৃত আর্থিক অবস্থা প্রকাশ করতে হবে। তিনি আরও জানান, কর প্রদেয় না হলেও তথ্য গোপন রেখে ‘জিরো রিটার্ন’ দাখিলের কোনো সুযোগ নেই।

সংস্থাটি সকল করদাতাকে আহ্বান জানিয়ে বলেছে, ভ্রান্ত ধারণা বা প্রতারণামূলক পরামর্শে প্রভাবিত না হয়ে প্রকৃত আয়, ব্যয়, সম্পদ ও দায় সঠিকভাবে রিটার্নে প্রদর্শন করতে হবে। এতে করদাতারা যেমন আইনগত ঝুঁকি থেকে সুরক্ষিত থাকবেন, তেমনি দেশের উন্নয়নে দায়িত্বশীল অংশীদার হিসেবে অবদান রাখতে পারবেন।

আপনার প্রতিক্রিয়া জানান

❤️
Love
0
(0.00 / 0 total)
👏
Clap
0
(0.00 / 0 total)
🙂
Smile
0
(0.00 / 0 total)
😞
Sad
0
(0.00 / 0 total)

মন্তব্যসমূহ

এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।


সম্পর্কিত নিউজ