জাবি মওলানা ভাসানী হলে ছাত্রদলের সদ্য ঘোষিত কমিটি বিলুপ্ত

- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের মওলানা ভাসানী হল কমিটি ঘোষণার মাত্র দুই দিন পর তা বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। রোববার (১০ আগস্ট) বিশ্ববিদ্যালয় শাখার সহদপ্তর সম্পাদক জহিরুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, নিয়মিত শিক্ষার্থী না হওয়ার তথ্য গোপন ও মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগে মওলানা ভাসানী হল ছাত্রদলের কমিটি বিলুপ্ত করা হয়েছে। শিগগিরই নতুন কমিটি নিয়মিত শিক্ষার্থীদের মধ্য থেকে গঠন করা হবে।
এর আগে, গত শুক্রবার মওলানা ভাসানী হলে পাঁচ সদস্যের ছাত্রদল কমিটি ঘোষণা করা হয়েছিল। ওই কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছিলেন ৪৬তম ব্যাচের শিক্ষার্থী ফেরদৌস রহমান, যিনি নিয়মিত শিক্ষার্থী নন। এই বিষয়টি প্রকাশ্যে আসার পর থেকে কমিটি নিয়ে তীব্র সমালোচনা হয়।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন মোহাম্মদ বাবর এবং সদস্যসচিব ওয়াসিম আহমেদ এক জরুরি সভায় কমিটি বিলুপ্তির সিদ্ধান্ত গ্রহণ করেন। শাখা ছাত্রদলের এক নেতার বরাতে জানা যায়, নিয়মিত শিক্ষার্থী না থাকা সত্ত্বেও মিথ্যা তথ্য দিয়ে পদ লাভের ঘটনায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
উল্লেখ্য, গত শুক্রবার জাবির ১৭টি আবাসিক হলে ছাত্রদলের কমিটি ঘোষণা করা হয়েছিল। তবে সেখানে ছাত্রলীগের কর্মী, অছাত্র, হত্যার মামলার আসামিসহ বিভিন্ন অভিযোগে অভিযুক্তদের পদ দেওয়ায় ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়। এই বিতর্কের প্রেক্ষিতে দুই শীর্ষ নেতা জহির উদ্দিন বাবর ও ওয়াসিম আহমেদের বিরুদ্ধে সমালোচনা ও প্রশ্ন ওঠে। এর প্রভাবেই রোববার মওলানা ভাসানী হলের কমিটি বিলুপ্ত করার ঘোষণা আসে।
এ ঘটনা বিশ্ববিদ্যালয় রাজনীতিতে নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে এবং ভবিষ্যতে ছাত্রদলের কমিটি গঠনের ক্ষেত্রে কড়াকড়ি বাড়ানোর প্রয়োজনীয়তাও তুলে ধরেছে।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।