লক্ষ্মীপুরে ৭ জন নিহত পরিবারের পাশে জামায়াত নেতা ড. রেজাউল করিম

- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
লক্ষ্মীপুরের একই পরিবারের ৭ জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন জামায়াত ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারি ও লক্ষ্মীপুর-৩ আসনে জামায়াত মনোনীত প্রার্থী ড. মুহাম্মদ রেজাউল করিম। রোববার সকালে তিনি নেতাকর্মীদের সঙ্গে সদর উপজেলার উত্তর জয়পুর ইউনিয়নের পশ্চিম চৌপল্লী গ্রামের প্রবাসী বাহার উদ্দিনের বাড়িতে যান এবং নিহতদের পরিবারের প্রতি গভীর সহমর্মিতা প্রকাশ করেন। এ সময় তিনি নিহতদের কবর জিয়ারত করেন এবং দোয়া পরিচালনা করেন।
ড. রেজাউল করিম বলেন, “যে মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে, তা শুধু বাংলাদেশ নয়, বিশ্ববাসীকে শোকাহত করেছে। চালককে বারবার সতর্ক করলেও সে কর্ণপাত করেনি এবং সম্ভবত ঘুমিয়ে গাড়ি চালিয়েছেন। চালকের বয়স ও লাইসেন্সের বিষয়টিও খতিয়ে দেখা উচিত।” তিনি চালক ও মাইক্রোবাসের মালিককে দায়ী করে বলেন, মালিক পক্ষ ট্রিপের ফাঁকে ফাঁকে নতুন ট্রিপ চালানোর জন্য চাপ দেয়, যা চালকদের বেপরোয়া করে তোলে। মালিকের বিরুদ্ধে যথাযথ তদন্তের মাধ্যমে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি।
এ সময় উপস্থিত ছিলেন চন্দ্রগঞ্জ থানা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট রেজাউল ইসলাম খান সুমন, লক্ষ্মীপুর শহর জামায়াতের সেক্রেটারি হারুনুর রশিদ, উত্তর জয়পুর ইউনিয়ন জামায়ত আমির আলাউদ্দিন আজাদ প্রমুখ।
ঘটনাটি ঘটে গত ৬ আগস্ট সকালে, যখন প্রবাসী বাহার উদ্দিনের পরিবারের ৪ জন নারী ও ৩ জন শিশু বেগমগঞ্জের চন্দ্রগঞ্জ এলাকায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান। দুর্ঘটনার পর বেগমগঞ্জ থানায় চালক এনায়েত হোসেন আকবরের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।
ড. রেজাউল করিম শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বলেন, “আমরা দোষীদের দ্রুত গ্রেপ্তার ও সুষ্ঠু বিচার চাই।”
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।