কাজিপুরে ধানক্ষেত থেকে কৃষকের মরদেহ উদ্ধার

- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় ধানক্ষেত থেকে সবুর মিয়া (৪৬) নামের এক কৃষকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৯ আগস্ট) সন্ধ্যায় উপজেলার চালিতাডাঙ্গা ইউনিয়নের কবিহার পশ্চিমপাড়া এলাকায় স্থানীয়রা লাশটি দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।
নিহত সবুর মিয়া উপজেলার বরশিভাঙ্গা গ্রামের মৃত মাজেম মণ্ডলের ছেলে। পেশায় কৃষক সবুর দীর্ঘদিন ধরে স্ত্রী ও সন্তান নিয়ে উপজেলার পশ্চিম খুকশিয়ায় শ্বশুরবাড়িতে বসবাস করছিলেন। স্থানীয় সূত্রে জানা গেছে, ভাইদের সঙ্গে জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল তার। এ কারণে তিনি নিজ গ্রামে স্থায়ীভাবে না থেকে শ্বশুরবাড়িতে থাকতেন এবং সেখান থেকে বরশিভাঙ্গায় নিজের জমিতে চাষাবাদ করতেন। মাঝে মাঝে নিজ গ্রামে গেলেও রাতে প্রতিবেশীদের বাড়িতে থাকতেন।
নিহতের শ্যালক মজনু মিয়া জানান, শুক্রবার সকালে জমিতে কাজ করার কথা বলে বাড়ি থেকে বের হন সবুর মিয়া। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যায়নি। দিনভর খোঁজাখুঁজির পর শনিবার সন্ধ্যায় বরশিভাঙ্গা-কবিহার সড়কের পাশের একটি নির্জন ধানক্ষেতে লাশ দেখতে পান স্থানীয়রা। খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে।
কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম বলেন, “সন্ধ্যায় অজ্ঞাত পরিচয়ের একজন ফোন দিয়ে জানায় ধানক্ষেতে লাশ পড়ে আছে। আমরা তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করি। লাশ দেখে প্রাথমিকভাবে সন্দেহ হয়েছে—এটি স্বাভাবিক মৃত্যু নাও হতে পারে। ময়নাতদন্তের জন্য লাশ সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।”
এ ঘটনায় ডিবি পুলিশের একটি দলও রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে হত্যার কারণ বা কারা জড়িত থাকতে পারে, সে বিষয়ে এখনও কিছু নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের অগ্রগতি অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ঘটনায় এলাকায় শোক ও আতঙ্ক বিরাজ করছে।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।