গোলান মালভূমি সীমান্ত দিয়ে সিরিয়ায় ইসরায়েলি বাহিনীর অনুপ্রবেশ

- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
ইসরায়েলি দখলদার বাহিনী সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় আল-কুনেইত্রা প্রদেশের একাধিক বসতিতে প্রবেশ করে চেকপয়েন্ট স্থাপন করেছে এবং স্থানীয় বেসামরিক নাগরিকদের তল্লাশি চালিয়েছে। সিরিয়ার সরকারি সংবাদ সংস্থা সানা জানিয়েছে, রোববার (১০ আগস্ট) ভোর থেকে মধ্য ও দক্ষিণ আল-কুনেইত্রার বেশ কয়েকটি গ্রাম ও শহরে ইসরায়েলি সেনারা প্রবেশ করে। এই অভিযানে পাঁচটি সামরিক গাড়ির একটি বহর গোলান মালভূমির সীমান্তবর্তী এর-রাফিদ শহরে ঢোকে। আরেকটি সামরিক বহর দামেস্ক থেকে প্রায় ৭০ কিলোমিটার দূরে প্রদেশের কেন্দ্রীয় অংশে অবস্থিত রুওয়াইহিনা বসতিতে অগ্রসর হয়।
স্থানীয় সূত্র জানায়, ইসরায়েলি বাহিনী প্রবেশের পর বেশ কয়েকটি অস্থায়ী চেকপয়েন্ট গড়ে তোলে এবং এলাকায় প্রবেশ ও বের হওয়া ব্যক্তিদের কাগজপত্র পরীক্ষা করে। এই তল্লাশি অভিযানে স্থানীয় জনগণের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে কয়েক ঘণ্টা অবস্থান করার পর ইসরায়েলি সেনারা তাদের অবস্থান ত্যাগ করে পিছু হটে।
উল্লেখযোগ্যভাবে, এই অনুপ্রবেশের ঘটনাটি ঘটলো এমন এক সময়ে, যখন সম্প্রতি মার্কিন মধ্যস্থতায় প্যারিসে সিরিয়া ও ইসরায়েলের প্রতিনিধিদের মধ্যে আলোচনা অনুষ্ঠিত হয়েছে। ২৬ জুলাই অনুষ্ঠিত ওই বৈঠকে ১৯৭৪ সালের গোলান মালভূমি থেকে উভয় পক্ষের সেনা প্রত্যাহারের চুক্তি পুনরায় চালু করার সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। দামেস্কের একটি কূটনৈতিক সূত্র জানিয়েছে, আলোচনায় সিরিয়ার পক্ষ থেকে দাবি জানানো হয় যে, ইসরায়েলি সেনারা সম্প্রতি যে এলাকাগুলোতে অগ্রসর হয়েছে, সেখান থেকে অবিলম্বে প্রত্যাহার করতে হবে।
বিশ্লেষকরা মনে করছেন, ইসরায়েলের এই অস্থায়ী অনুপ্রবেশ ও চেকপয়েন্ট স্থাপন একদিকে সামরিক চাপ প্রয়োগের কৌশল, অন্যদিকে আলোচনার প্রেক্ষাপটে নিজেদের অবস্থান শক্ত করার চেষ্টা। অন্যদিকে, সিরিয়ার পক্ষ এই ঘটনাকে চুক্তি লঙ্ঘন হিসেবে দেখছে এবং আন্তর্জাতিক মহলে প্রতিবাদ জানানোর প্রস্তুতি নিচ্ছে। পরিস্থিতি যেকোনো সময় নতুন উত্তেজনার দিকে মোড় নিতে পারে বলে ধারণা করা হচ্ছে।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।