বিয়ের ১০ দিনের মাথায় সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু

- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
মাত্র দশ দিন আগে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন নাজিম মোস্তাফা মুন (২৬)। এখনো তার হাতের মেহেদির রং মুছে যায়নি। কিন্তু এর মধ্যেই মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় চলে গেলেন না ফেরার দেশে। রবিবার (১০ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত মুন ফরিদপুর জেলার সদরপুর উপজেলার সতেররশি ইউনিয়নের গোলাম মোস্তফার ছেলে। তিনি গত ১ আগস্ট সদরপুর উপজেলার ঢেউখালী ইউনিয়নের চাকলাদার ডাঙ্গী গ্রামের হাফসা আক্তারের সঙ্গে বিয়ে করেন। হঠাৎ মৃত্যুতে আনন্দঘন সংসার জীবনের শুরুতেই শোকের কালো মেঘ নেমে আসে পরিবারের উপর।
পরিবার সূত্রে জানা গেছে, শনিবার (৯ আগস্ট) দুপুরে সদরপুর-পুকুরিয়া আঞ্চলিক মহাসড়কের ডাক্তার বাজার এলাকায় একটি বাইসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় মুনের মোটরসাইকেলের। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে প্রথমে বিশ্ব জাকের মঞ্জিল হাসপাতালে ভর্তি করেন। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানেই রবিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বিকেল ৫টার দিকে সদরপুর উপজেলা পরিষদ জামে মসজিদ প্রাঙ্গণে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করার কথা রয়েছে। মুনের চাচাতো ভাই রাজু আহম্মেদ জানান, মুন ছিলেন পরিবারের একজন গুরুত্বপূর্ণ সদস্য। তার হঠাৎ মৃত্যুতে পরিবার, বন্ধু ও স্বজনরা গভীর শোকাহত।
স্থানীয়রা জানান, দুর্ঘটনার সময় ওই সড়কে গাড়ির গতিবেগ ছিল বেশি এবং নিরাপত্তা ব্যবস্থা ছিল না বললেই চলে। তারা দ্রুত ওই এলাকায় সড়ক নিরাপত্তা জোরদারের দাবি জানান।
মাত্র কয়েক দিনের সংসার জীবনের অবসান ঘটিয়ে মুনের মৃত্যু স্থানীয়দের মাঝেও শোকের ছায়া ফেলেছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও অসংখ্য মানুষ তার জন্য শোক প্রকাশ ও পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। এই দুর্ঘটনা আবারও সড়ক নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।