দীর্ঘ ৩২ বছর পর জাকসু নির্বাচন, ১১ সেপ্টেম্বর ভোট গ্রহণ

দীর্ঘ ৩২ বছর পর জাকসু নির্বাচন,  ১১ সেপ্টেম্বর ভোট গ্রহণ
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। দীর্ঘ ৩২ বছর পর আসছে এ নির্বাচন আগামী ১১ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। রোববার (১০ আগস্ট) বিকেল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আনুষ্ঠানিকভাবে তফসিল ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও জাকসু নির্বাচনের সদস্য সচিব অধ্যাপক ড. এ কে এম রাশিদুল আলম।

তফসিল অনুযায়ী, একই দিনে খসড়া ভোটার তালিকা ও খসড়া আচরণবিধি প্রকাশ করা হয়েছে। খসড়া ভোটার তালিকা ও আচরণবিধি নিয়ে আপত্তি ও মতামত গ্রহণের শেষ সময় ১৪ আগস্ট। এরপর ১৭ আগস্ট চূড়ান্ত ভোটার তালিকা ও আচরণবিধি প্রকাশ করা হবে। মনোনয়নপত্র সংগ্রহের সময় ১৮ ও ১৯ আগস্ট, আর জমাদানের শেষ সময় ১৯ আগস্ট।

মনোনয়ন যাচাই-বাছাই চলবে ২১ থেকে ২৪ আগস্ট পর্যন্ত। ২৫ আগস্ট খসড়া প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। মনোনয়ন বাতিলের বিরুদ্ধে আপিল করার শেষ সময় ২৬ আগস্ট এবং আপিলের শুনানি ও রায় হবে ২৭ আগস্ট। মনোনয়ন প্রত্যাহারের শেষ সময় ২৮ আগস্ট, আর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ হবে ২৯ আগস্ট। এরপর ২৯ আগস্ট থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত চলবে আনুষ্ঠানিক প্রচারণা।

ভোটগ্রহণ হবে ১১ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। ভোটগণনা শেষে সন্ধ্যা ৭টায় ফলাফল ঘোষণা করা হবে। এছাড়া ভোটগণনা শুরু হওয়ার পর প্রতি দুই ঘণ্টা অন্তর ফলাফলের আপডেট দেওয়া হবে।

নিরাপত্তা বিষয়ে প্রক্টর ড. এ কে এম রাশিদুল আলম জানান, ভোটের দিন পুরো ক্যাম্পাস সিসিটিভির আওতায় থাকবে। যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি প্রয়োজন হলে সেনাবাহিনীর নবম ডিভিশনের সহায়তা নেওয়া হবে।

উল্লেখ্য, ১৯৯২ সালে সর্বশেষ জাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়। ১৯৯৩ সালে সিন্ডিকেটে হট্টগোলের ঘটনার পর থেকে জাকসুর কার্যক্রম বন্ধ রয়েছে। ১৯৭৩ সালে প্রতিষ্ঠার পর থেকে এখন পর্যন্ত মোট আটবার জাকসু নির্বাচন হয়েছে। এবারের নির্বাচনকে ঘিরে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক আগ্রহ ও উৎসাহ দেখা যাচ্ছে।

আপনার প্রতিক্রিয়া জানান

❤️
Love
0
(0.00 / 0 total)
👏
Clap
0
(0.00 / 0 total)
🙂
Smile
0
(0.00 / 0 total)
😞
Sad
0
(0.00 / 0 total)

মন্তব্যসমূহ

এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।


সম্পর্কিত নিউজ