চট্টগ্রামে এনসিপি নেতার বিরুদ্ধে পাঁচ লাখ টাকা চাঁদাবাজির অভিযোগ

- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
চট্টগ্রাম মহানগরের জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সদস্যসচিব নিজাম উদ্দিনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ উঠেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে বন্দরকেন্দ্রিক আন্দোলন বন্ধের বিনিময়ে পাঁচ লাখ টাকা নেওয়ার কথোপকথন শোনা গেছে। ভিডিওটিতে আফতাব হোসেন রিফাত নামের একজনকে নিজাম উদ্দিনের সঙ্গে মেসেঞ্জারে কথা বলতে দেখা যায়, যা অন্য একটি ফোনে ধারণ করা হয়।
প্রকাশিত ভিডিওতে প্রথমে আফতাবকে বলতে শোনা যায়, “যদি মীর ভাইয়েরা আন্দোলন বন্ধ না করে তখন কী করব?” উত্তরে নিজাম বলেন, “আন্দোলন বন্ধ করাব। তোমারে দিছে, টাকা দিছে?” আফতাব ‘হ্যাঁ’ বললে নিজাম জানতে চান, “কত দিয়েছে, কত লাখ?” আফতাব জানান, “পাঁচ।” তখন নিজাম বলেন, “আন্দোলন বন্ধ করার জন্য।” কথোপকথনের এক পর্যায়ে নিজাম আরও টাকা নেওয়ার পরামর্শ দেন।
ঘটনা সম্পর্কে জানতে চাইলে নিজাম উদ্দিন স্বীকার করেন, ভিডিওর কথাগুলো তারই। তবে তিনি দাবি করেন, সাত-আট মাস আগের ভিডিওটি জোর করে সাজানো হয়েছিল। তার ভাষায়, “আফতাবকে বাধ্য করা হয়েছিল আমার সঙ্গে এমন করে কথা বলতে।”
অন্যদিকে আফতাব হোসেন দাবি করেন, ভিডিওটি প্রপাগান্ডা। তার মতে, গত ৩০ মে জয় নামে একজন ২৫-৩০ জনকে নিয়ে তাকে মারধর করে এবং জোর করে ভিডিওটি তৈরি করে। তিনি বলেন, “নিজাম ভাই ভেবেছিলেন আমি মজা করছি, তাই কথার প্রেক্ষিতে কথা বলেছেন।”
উল্লেখ্য, এর আগে গত ৫ জুলাই চট্টগ্রামের এক নারী অভিযোগ করেন, দুই কোটি টাকা চাঁদা না পেয়ে তার স্বামীকে মিথ্যা মামলায় জড়িয়েছেন নিজাম উদ্দিন। সে সময় তার পদ স্থগিত করা হলেও পরে তা ফিরিয়ে দেওয়া হয়। এছাড়া, গত ২৩ এপ্রিল ‘বন্দর রক্ষা আন্দোলন’-এর নামে বিক্ষোভ কর্মসূচি হয়েছিল, যেখানে বন্দর ইস্যুতে আন্দোলন হয়।
এই ঘটনার পর এনসিপি নেতাকর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ কেউ বিষয়টিকে ষড়যন্ত্র বলে দাবি করছেন, আবার অনেকে ঘটনাটির সুষ্ঠু তদন্তের দাবি তুলেছেন। ভিডিও প্রকাশের পর বিষয়টি চট্টগ্রামের রাজনৈতিক মহলে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।