চট্টগ্রামের ফটিকছড়িতে পুলিশের পোশাকে কিশোর অপহরণ

চট্টগ্রামের ফটিকছড়িতে পুলিশের পোশাকে কিশোর অপহরণ
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভূজপুর থানার হারুয়ালছড়ি ইউনিয়নের রাঙ্গাপানি নলুয়াপাড়া এলাকায় পুলিশের পরিচয়ে এক কিশোরকে অপহরণের অভিযোগ উঠেছে। অপহৃত কিশোর সাজু কুমার ত্রিপুরা (১৭) ওই এলাকার মুদি দোকানদার দিলীপ কুমার ত্রিপুরার ছেলে। শনিবার (৯ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। অপহরণের ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও সাজুর কোনো সন্ধান মেলেনি।

পরিবার সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো রাতের খাবার শেষে সাজু ও তার বড় ভাই রাজু ত্রিপুরা দোকানে ঘুমানোর জন্য যান। রাত সাড়ে ১০টার দিকে অজ্ঞাতপরিচয় তিনজন ব্যক্তি দোকানের সামনে এসে নিজেদের পুলিশ পরিচয় দিয়ে দরজা খুলতে বলেন। দোকান খোলার পর তারা পান ও সিগারেট কেনেন। পরে পুলিশের পোশাক পরিহিত এক ব্যক্তি সাজুকে ডেকে একজন আসামির বাড়ি দেখাতে বলেন। এ সময় তাকে জোরপূর্বক সাদা রঙের একটি প্রাইভেটকারে তুলে নিয়ে যায়।

অপহৃতের বাবা দিলীপ কুমার ত্রিপুরা বলেন, “শনিবার গভীর রাতে একটি অপরিচিত নম্বর থেকে ফোন আসে। সেখানে বলা হয়, ছেলে ভালো আছে। এরপর থেকে নম্বরটি বন্ধ পাওয়া যাচ্ছে। আমি ছেলেকে সুস্থ অবস্থায় ফেরত চাই।”

এ ঘটনায় ভূজপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগীর পরিবার। তবে এ বিষয়ে জানতে ভূজপুর থানার ওসি মাহাবুবুল হকের ব্যবহৃত নম্বরে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।

হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) কাজী মো. তারেক আজিজ জানান, “শনিবার রাতে সুকৌশলে কিশোরকে পুলিশের পোশাক পরে অপহরণ করা হয়েছে। কে বা কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে। ভুক্তভোগীকে উদ্ধারে আমরা সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছি।”

ঘটনার পর থেকে স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। গ্রামবাসীর দাবি, দ্রুত অপহৃত কিশোরকে উদ্ধার করে দোষীদের আইনের আওতায় আনা হোক।

আপনার প্রতিক্রিয়া জানান

❤️
Love
0
(0.00 / 0 total)
👏
Clap
0
(0.00 / 0 total)
🙂
Smile
0
(0.00 / 0 total)
😞
Sad
0
(0.00 / 0 total)

মন্তব্যসমূহ

এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।


সম্পর্কিত নিউজ