জাতীয় নির্বাচনে নিরাপত্তা নিশ্চিতে ৮০ হাজার সেনা মোতায়েন হবে

জাতীয় নির্বাচনে নিরাপত্তা নিশ্চিতে ৮০ হাজার সেনা মোতায়েন হবে
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

আগামী জাতীয় সংসদ নির্বাচনে নিরাপত্তা জোরদারে সেনাবাহিনীর ৮০ হাজারের বেশি সদস্য মোতায়েন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ, র‍্যাব, বিজিবি ও অন্যান্য বাহিনীর সদস্যরাও দায়িত্ব পালন করবেন। সোমবার (১১ আগস্ট) ঢাকা-৩ আসনের তেঘরিয়া উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নির্বাচনের সময় ভোটকেন্দ্রগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনীকে ব্যাপক পরিসরে মাঠে নামানো হবে। এ ছাড়া প্রতিটি কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং কর্মকর্তাদের সুরক্ষায় বাড়তি ব্যবস্থা নেওয়া হচ্ছে। আগে প্রতি ভোটকেন্দ্রে দুইজন আনসার সদস্য থাকলেও এবার তাদের সঙ্গে বাড়তি একজন অস্ত্রধারী আনসার সদস্যও দায়িত্ব পালন করবেন।

তিনি আরও জানান, বিভিন্ন গোয়েন্দা সংস্থার তথ্য বিশ্লেষণ করে নিরাপত্তা পরিকল্পনা তৈরি করা হয়েছে। যাতে নির্বাচনের দিন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা বা নাশকতা ঘটার সুযোগ না থাকে। নির্বাচনকালীন সময়ে কেন্দ্রগুলোতে নিরাপত্তা বাহিনীর টহল ও নজরদারি বাড়ানো হবে। প্রতিটি এলাকায় চেকপোস্ট ও হঠাৎ তল্লাশি কার্যক্রম জোরদার করা হবে।

গণমাধ্যমের ভূমিকা প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “আমাদের দেশের গণমাধ্যমের সঠিক ও দায়িত্বশীল কাজের কারণে আশপাশের অনেক দেশের মিথ্যা সংবাদ প্রচার বন্ধ হয়ে গেছে। জনগণ এখন প্রকৃত তথ্য পাচ্ছে।” তিনি বিশ্বাস প্রকাশ করেন, গণমাধ্যম এই নির্বাচনে দায়িত্বশীল ভূমিকা পালন করবে এবং বিভ্রান্তি বা গুজব ছড়ানো থেকে বিরত থাকবে।

তিনি আশা প্রকাশ করেন, নিরাপত্তা বাহিনী ও প্রশাসনের সমন্বিত প্রচেষ্টায় একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হবে। এর মাধ্যমে দেশের গণতন্ত্র আরও শক্তিশালী হবে এবং জনগণের ভোটাধিকার নিশ্চিত হবে।

আপনার প্রতিক্রিয়া জানান

❤️
Love
0
(0.00 / 0 total)
👏
Clap
0
(0.00 / 0 total)
🙂
Smile
0
(0.00 / 0 total)
😞
Sad
0
(0.00 / 0 total)

মন্তব্যসমূহ

এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।


সম্পর্কিত নিউজ