মেজর সিনহা হত্যা মামলায় ওসি প্রদীপের ফাঁসির তারিখ ঘোষণার দাবি

- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
মেজর (অব.) সিনহা মো. রাশেদ খান হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক ওসি প্রদীপ কুমার দাশের ফাঁসি কার্যকরের তারিখ দ্রুত ঘোষণার দাবি জানিয়েছে এক্স-ফোর্সেস অ্যাসোসিয়েশন। সোমবার (১১ আগস্ট) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনের সেক্রেটারি লেফটেন্যান্ট (অব.) সাইফুল্লাহ খাঁন সাইফ এই দাবি জানান।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, সিনহা হত্যা মামলার প্রধান আসামি প্রদীপের মৃত্যুদণ্ডের রায় ঘোষিত হয়েছে বহু আগে। কিন্তু এখনো ফাঁসি কার্যকরের তারিখ নির্ধারণ হয়নি। তিনি অভিযোগ করেন, এই বিলম্ব কেবল ন্যায়বিচারের অপমান নয়, বরং শহীদের আত্মার প্রতি বিশ্বাসঘাতকতা এবং জাতির সঙ্গে প্রহসন। প্রশ্ন রেখে তিনি বলেন, প্রদীপের মতো একজন দাগী খুনির ফাঁসি কার্যকরে সরকারের এই দীর্ঘসূত্রতা কী বার্তা দিচ্ছে? অপরাধীরা কি রাজনৈতিক বা প্রশাসনিক ছত্রছায়ায় থাকলে বিচার এড়িয়ে যেতে পারে?
সাইফুল্লাহ খাঁন আরও বলেন, এই বিলম্ব শুধু ভুক্তভোগীর পরিবার নয়, দেশের সেনাবাহিনী, আইনশৃঙ্খলা বাহিনী ও সাধারণ মানুষের মনোবলকে আঘাত করছে। এক্স-ফোর্সেস অ্যাসোসিয়েশন সরকারের কাছে চূড়ান্ত দাবি জানাচ্ছে— অবিলম্বে প্রদীপের ফাঁসির তারিখ ঘোষণা করতে হবে। অন্যথায় তারা আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।
তিনি বলেন, “ন্যায়বিচার শুধু আদালতের রায়ে সীমাবদ্ধ নয়, বরং তার বাস্তবায়নের মাধ্যমেই নিশ্চিত হয়। যদি সেই বাস্তবায়ন না হয়, তাহলে তা জনগণের প্রতি প্রকাশ্য চ্যালেঞ্জ।” তিনি মনে করেন, রায় কার্যকর না হলে দেশের বিচার ব্যবস্থার ওপর মানুষের আস্থা নষ্ট হবে এবং অপরাধীরা উৎসাহিত হবে।
সংবাদ সম্মেলনে এক্স-ফোর্সেস অ্যাসোসিয়েশনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। তারা সবাই একমত পোষণ করেন যে, দীর্ঘসূত্রতা বন্ধ করে দ্রুত রায় বাস্তবায়ন করতে হবে। তাদের মতে, এই মামলা একটি দৃষ্টান্তমূলক বিচার হওয়া উচিত, যাতে ভবিষ্যতে কোনো আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ক্ষমতার অপব্যবহার করে এমন অপরাধ করার সাহস না পায়।
২০২০ সালের ৩১ জুলাই টেকনাফে চেকপোস্টে গুলিতে নিহত হন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মেজর সিনহা মো. রাশেদ খান। এই ঘটনায় দায়ের করা মামলায় কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালত ২০২২ সালের জানুয়ারিতে প্রদীপ কুমার দাশ ও পরিদর্শক লিয়াকত আলীকে মৃত্যুদণ্ডের রায় দেন। বাকিদের বিভিন্ন মেয়াদে সাজা হয়। তবে এখনো মৃত্যুদণ্ড কার্যকরের প্রক্রিয়া শুরু হয়নি।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।