শিক্ষাপ্রতিষ্ঠানে গুপ্ত রাজনীতি আইন করে নিষিদ্ধের দাবি ছাত্রদল সভাপতির

শিক্ষাপ্রতিষ্ঠানে গুপ্ত রাজনীতি আইন করে নিষিদ্ধের দাবি ছাত্রদল সভাপতির
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

সিলেটের মুরারীচাঁদ (এমসি) কলেজে দীর্ঘ ২১ বছর পর বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের (ছাত্রদল) কাউন্সিল ও সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ আগস্ট) দুপুরে কলেজের কেন্দ্রীয় মিলনায়তনে এই আয়োজনের উদ্বোধন করেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। উদ্বোধনের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে আইন করে গুপ্ত রাজনীতি নিষিদ্ধ করার দাবি জানান।

রাকিবুল ইসলাম রাকিব বলেন, একাত্তরের মানবতাবিরোধী রাজনীতিকে যারা আজও লালন করছে, তাদের বিরুদ্ধে অবস্থান নেওয়া ছাত্রসমাজের নৈতিক দায়িত্ব। অতীতে ছাত্র রাজনীতির কার্যক্রম, বিশেষ করে ‘ফ্যাসিস্ট আওয়ামী লীগের ছাত্র সংগঠন’ ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে সাধারণ শিক্ষার্থীরা আতঙ্কিত এবং ট্রমাগ্রস্ত। এ কারণে অনেক শিক্ষার্থী ছাত্র রাজনীতি থেকে বিরত থাকছে। তবে ছাত্রদল শিক্ষাপ্রতিষ্ঠানে সহিংসতা নয়, শিক্ষাবান্ধব রাজনীতি চালিয়ে যাবে বলে তিনি আশ্বাস দেন।

তিনি আরও বলেন, ছাত্রদল সবসময় প্রকাশ্যে রাজনীতি করে এবং কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে তাৎক্ষণিক ব্যবস্থা নেয়। শিক্ষার্থীরা এখনো গেস্টরুম ও গণরুম সংস্কৃতির ভয়াবহ অভিজ্ঞতা থেকে বের হতে পারেনি। এই প্রেক্ষাপটে তিনি শিক্ষাপ্রতিষ্ঠানে স্বচ্ছ ও নিরাপদ রাজনৈতিক পরিবেশ গড়ে তোলার আহ্বান জানান।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মীরা এখনো সক্রিয় রয়েছে বলে অভিযোগ করেন ছাত্রদল সভাপতি। তার দাবি, এসব কর্মীরা নানাভাবে ক্যাম্পাসে অস্থিতিশীলতা তৈরি করছে। তিনি বলেন, এ ধরনের কর্মকাণ্ড বন্ধ না হলে শিক্ষার্থীদের স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনা সম্ভব নয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহসভাপতি শফিকুল ইসলাম, যুগ্ম সম্পাদক ইব্রাহিম কার্দি, সিলেট মহানগর ছাত্রদলের সভাপতি সুদীপ জ্যোতি এষ, সাধারণ সম্পাদক ফজলে রাব্বী আহসান এবং সিলেট জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনার। এমসি কলেজ ছাত্রদলের আহ্বায়ক সেলিম আহমদ সাগর ও সদস্যসচিব মোহাইমিনুল হক তপুর সঞ্চালনায় সম্মেলনে নেতাকর্মীরা শিক্ষার্থীবান্ধব রাজনীতির অঙ্গীকার ব্যক্ত করেন।

আপনার প্রতিক্রিয়া জানান

❤️
Love
0
(0.00 / 0 total)
👏
Clap
0
(0.00 / 0 total)
🙂
Smile
0
(0.00 / 0 total)
😞
Sad
0
(0.00 / 0 total)

মন্তব্যসমূহ

এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।


সম্পর্কিত নিউজ