সিলেটের সাদাপাথর লুটপাট বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ দাবিতে মানববন্ধন

- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
সিলেটের সৌন্দর্য সাদাপাথর রক্ষায় সাধারণ জনতা, শিক্ষক, শিক্ষার্থী ও বিভিন্ন প্ল্যাটফর্মের সক্রিয় অংশগ্রহণে রোববার এক মানববন্ধন ও স্মারকলিপি কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আয়োজনে অংশগ্রহণকারীরা জানিয়েছেন, সাদাপাথর রক্ষা করা মানেই সিলেটকে রক্ষা করা। তবে কেবল কর্মসূচি বা স্মারকলিপি দিয়েই সমস্যার সমাধান হবে না—প্রশাসন ও স্থানীয় নেতৃত্বের কার্যকর পদক্ষেপই পারে এই অবৈধ লুটপাট বন্ধ করতে।
অংশগ্রহণকারীদের অভিযোগ, সাদাপাথরের অবৈধ উত্তোলন এখনো অব্যাহত রয়েছে। জনসাধারণ, সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন আয়োজনের মাধ্যমে প্রতিবাদ জানানো হলেও কাঙ্ক্ষিত ফল মেলে না। কারণ দিনশেষে তারা নিজেদের অসহায় মনে করেন। আয়োজকদের ভাষ্য, “চুপ থাকার চেয়ে আওয়াজ তোলা ভালো,” তবে ধারাবাহিকভাবে প্রশাসন ও তথাকথিত নেতাদের নিষ্ক্রিয়তা দেখে হতাশা বাড়ছে।
প্রতিবাদকারীরা সতর্ক করেছেন, যদি এভাবে অব্যবস্থাপনা ও অবহেলা চলতে থাকে, তবে সাধারণ মানুষের দেশের প্রতি টান একসময় হারিয়ে যাবে। অনেকেই বিদেশমুখী হবে এবং দেশের জন্য স্বেচ্ছাশ্রম বা সামাজিক আন্দোলনে অংশগ্রহণের মনোভাব হারাবে।
তারা প্রশাসন ও রাজনৈতিক নেতৃত্বের উদ্দেশে আহ্বান জানান—অবিলম্বে সাদাপাথর রক্ষায় কার্যকর পদক্ষেপ নিতে হবে। অন্যথায় একদিন এমন পরিস্থিতি তৈরি হবে, যেখানে ক্ষমতাসীন বা প্রভাবশালী ব্যক্তিরাও নিজেরা অসহায় হয়ে পড়বেন। সাদাপাথরের প্রাকৃতিক সৌন্দর্য ও পরিবেশের গুরুত্ব তুলে ধরে বক্তারা বলেন, সিলেটের পরিবেশ ধ্বংস হলে পর্যটন, জীববৈচিত্র্য ও স্থানীয় জীবিকার উপর মারাত্মক প্রভাব পড়বে।
কর্মসূচিতে অংশগ্রহণকারীরা মনে করেন, এই সংগ্রাম কেবল সাদাপাথরের জন্য নয়, বরং সিলেটের ভবিষ্যৎ প্রজন্মের জন্যও জরুরি। তারা প্রতিশ্রুতি দেন, হতাশা যতই বাড়ুক না কেন, সাদাপাথর রক্ষার আন্দোলন চালিয়ে যাবেন।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।