সাতক্ষীরায় জামায়াতের উদ্যোগে বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও চিকিৎসা সেবা

- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
সাতক্ষীরা সদর উপজেলার লাবসা ইউনিয়নের কৈখালী প্রাথমিক বিদ্যালয় মাঠে জামায়াতে ইসলামীর আয়োজনে এক দিনব্যাপী বিনামূল্যে চক্ষু পরীক্ষা সেবা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ আগস্ট) সকাল ৯টা থেকে শুরু হওয়া এই মানবিক কর্মসূচি সারাদিন চলেছে।
কর্মসূচিতে এলাকার তিন শতাধিক রোগী প্রাথমিক চক্ষু পরীক্ষা, ছানি শনাক্তকরণ এবং প্রয়োজনীয় পরামর্শ গ্রহণ করেন। অনেক রোগীকে ছানি অপারেশনের জন্য সাতক্ষীরা গ্রামীণ চক্ষু হাসপাতালে রেফার করা হয়।
রোগীরা জানান, দীর্ঘদিন চোখের সমস্যায় ভুগছেন, কিন্তু চিকিৎসার খরচ ও সুযোগের অভাবে চিকিৎসা করাতে পারেননি। এ শিবির থেকে বিনামূল্যে সেবা পেয়ে তারা খুবই স্বস্তি বোধ করছেন এবং কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা জামায়াতে ইসলামীর আমির ও উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল। তিনি সারাদিন সেবক, সেবিকা এবং রোগীদের খোঁজ খবর নেন এবং কর্মসূচি পরিদর্শন করেন। মুকুল বলেন, "আমরা সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়াতে চাই। কারো চোখের আলো ফিরিয়ে দিতে পারলে সেটাই আমাদের সেরা সাফল্য।"
কর্মসূচিটির পরিচালনা করেন গ্রামীণ চক্ষু হাসপাতালের মো. আরাফাত হোসেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন লাবসা ইউনিয়ন জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির প্রফেসর শহিদুর রহমান, লাবসার সাবেক সেক্রেটারি হাফেজ আমিরুল ইসলাম, সাবেক সহকারী সেক্রেটারি মাওলানা ইউসুফ আল আজাদী এবং যুব বিভাগ সেক্রেটারি মো. আরিফুল ইসলাম।
এই উদ্যোগ এলাকাবাসীর মাঝে ব্যাপক প্রশংসা অর্জন করেছে এবং সমাজসেবা ক্ষেত্রে জামায়াতে ইসলামীর মানবিক কর্মকাণ্ডের দৃষ্টান্ত স্থাপন করেছে।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।