শিশুর ভুলে ৭০ হাজার ললিপপ অর্ডার, মা পেলেন ৫ লাখ টাকার বিল

শিশুর ভুলে ৭০ হাজার ললিপপ অর্ডার, মা পেলেন ৫ লাখ টাকার বিল
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

যুক্তরাষ্ট্রের কেনটাকি থেকে এক অদ্ভুত ঘটনা সামনে এসেছে, যেখানে আট বছর বয়সী শিশু লিয়াম তার মায়ের ফোন থেকে প্রায় ৭০ হাজার ললিপপ অর্ডার করে বসেছে। এই ললিপপের মূল্য প্রায় ৪ হাজার ডলার বা প্রায় ৫ লাখ ১০ হাজার টাকা।

ঘটনাটি যখন প্রকাশ পায়, তখন লিয়ামের মা হলি লাফেভার্স প্রথমে বিষয়টি বুঝতে পারেননি। কিন্তু ব্যাংক থেকে তার অ্যাকাউন্ট থেকে বিপুল পরিমাণ অর্থ কেটে নেওয়ার সংবাদ পেয়ে তিনি চমকে ওঠেন। দ্রুত আমাজনের সাথে যোগাযোগ করেও অর্ডার বাতিল করতে পারেননি তিনি, কারণ তখন পর্যন্ত ললিপপগুলো ডেলিভারির জন্য প্রস্তুত হয়ে গিয়েছিল।

পরবর্তীতে ২২টি ললিপপের বাক্স তার বাড়িতে পৌঁছায় এবং আরও ৮টি বাক্স আসার কথা ছিল। হলি স্থানীয় পোস্ট অফিসে গিয়ে বাক্সগুলো আটকাতে সক্ষম হন। তার এরপরের সংগ্রাম শুরু হয় অর্থ ফেরত পাওয়ার জন্য। প্রথমদিকে আমাজন টাকা ফেরত দিতে অস্বীকার করলেও হলি সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে পোস্ট করেন।

হলির পোস্ট ভাইরাল হলে প্রতিবেশী, বন্ধু-বান্ধব, স্থানীয় ব্যবসায়ী ও ব্যাংকগুলো উদ্বৃত্ত ললিপপগুলো কিনতে এগিয়ে আসে। বিষয়টি সংবাদমাধ্যমেও ছড়িয়ে পড়ার পর আমাজন অবশেষে পুরো অর্থ ফেরত দিতে সম্মত হয়।

এই ঘটনাটি একটি সতর্কতা হিসেবে ধরা হচ্ছে যে, শিশুদের মোবাইল ও ইন্টারনেট ব্যবহারে সঠিক নজরদারি অত্যন্ত প্রয়োজনীয়। পাশাপাশি, ই-কমার্স সংস্থাগুলোকেও উচিত আরো কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা যাতে এমন ভুল অর্ডার রোধ করা যায়।

আপনার প্রতিক্রিয়া জানান

❤️
Love
0
(0.00 / 0 total)
👏
Clap
0
(0.00 / 0 total)
🙂
Smile
0
(0.00 / 0 total)
😞
Sad
0
(0.00 / 0 total)

মন্তব্যসমূহ

এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।


সম্পর্কিত নিউজ