হাসপাতালে চিকিৎসা শেষে বাসায় ফিরলেন জামায়াত আমির

- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
হাসপাতাল ছাড়লেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। হার্টে জটিল ব্লকের কারণে গত ২ আগস্ট ঢাকার ইউনাইটেড হাসপাতালে ভর্তি হয়ে বাইপাস সার্জারি করান তিনি। সার্জারি সফলভাবে সম্পন্ন হওয়ার পর ৫ আগস্ট পর্যন্ত তাকে কার্ডিয়াক আইসিইউতে রাখা হয়। পরে ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠেন তিনি। চিকিৎসকরা জানান, সার্জারির পর তার শারীরিক অবস্থার দ্রুত উন্নতি হয়েছে এবং নিয়মিত পর্যবেক্ষণে রাখা হয়।
মঙ্গলবার (১২ আগস্ট) সকাল সাড়ে ১১টায় তিনি হাসপাতাল থেকে নিজ বাসার উদ্দেশে রওনা দেন। এ সময় হাসপাতাল এলাকা থেকে রাস্তার দুই পাশে দাঁড়িয়ে থাকা দলের নেতাকর্মীরা হাত নাড়িয়ে তাকে শুভেচ্ছা জানান এবং সুস্থতা কামনা করেন। গাড়িতে ওঠার সময় আমিরও উপস্থিতদের উদ্দেশে হাত নেড়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন।
জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের জানান, আমিরের বাইপাস সার্জারি জটিল হলেও সফলভাবে সম্পন্ন হয়েছে। তিনি দ্রুত আরোগ্য লাভ করছেন এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এক মাসের মধ্যেই জনসম্মুখে স্বাভাবিক কার্যক্রমে অংশ নিতে পারবেন। এসময় তিনি দলের পক্ষ থেকে দেশবাসীর কাছে আমিরের সুস্থতার জন্য দোয়া প্রার্থনা করেন।
চিকিৎসক ডা. শহীদ আহমেদ চৌধুরী বলেন, হার্টে একাধিক জটিল ব্লক থাকার কারণে বাইপাস সার্জারি ছিল অপরিহার্য। সফল সার্জারির পর রোগীর সুস্থতা তুলনামূলক দ্রুত হয়েছে। প্রয়োজনীয় বিশ্রাম ও নিয়মিত চিকিৎসা মেনে চললে তিনি শিগগিরই পূর্ণ কর্মক্ষম হয়ে উঠবেন।
উল্লেখ্য, ডা. শফিকুর রহমান দীর্ঘদিন ধরে হৃদরোগজনিত সমস্যায় ভুগছিলেন। সাম্প্রতিক সময়ে তার স্বাস্থ্যের অবনতি হলে চিকিৎসকের পরামর্শে সার্জারি করানোর সিদ্ধান্ত হয়। দলের নেতাকর্মীরা সার্জারির দিন থেকে তার স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করছিলেন। হাসপাতাল থেকে ছাড়া পাওয়ায় দলের ভেতরে স্বস্তির পরিবেশ তৈরি হয়েছে।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।