খোলা পাম অয়েলের মূল্য লিটারে ১৯ টাকা কমাল সরকার

- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
সরকার পাম অয়েলের দাম লিটারে ১৯ টাকা কমিয়েছে। এখন প্রতি লিটার খোলা পাম অয়েলের দাম হবে ১৫০ টাকা। মঙ্গলবার (১২ আগস্ট) সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান।
বাণিজ্য সচিব জানান, আন্তর্জাতিক বাজারে পাম অয়েলের দাম সাম্প্রতিক সময়ে কমেছে। এ কারণে ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের সুপারিশে দেশে খোলা পাম অয়েলের দাম ১৬৯ টাকা থেকে কমিয়ে ১৫০ টাকা করা হয়েছে। ফলে ভোক্তারা এখন লিটারে ১৯ টাকা সাশ্রয় করবেন।
তিনি আরও বলেন, কমিশন নিয়মিতভাবে ভোজ্যতেলের আন্তর্জাতিক ও স্থানীয় বাজারের সরবরাহ ও চাহিদা পর্যবেক্ষণ করে। আন্তর্জাতিক বাজারের সাথে সামঞ্জস্য রেখে দাম সমন্বয়ের উদ্যোগ নেওয়া হয়। এইবার পাম অয়েলের দাম কমানো সম্ভব হলেও সয়াবিন তেলের ক্ষেত্রে এমন সুযোগ হয়নি। কারণ আন্তর্জাতিক বাজারে সয়াবিন তেলের দাম অপরিবর্তিত রয়েছে।
বর্তমানে বোতলজাত সয়াবিন তেলের দাম প্রতি লিটার ১৮৯ টাকা এবং তা অপরিবর্তিত থাকবে। বাজার পরিস্থিতি ও আন্তর্জাতিক দামের ওঠানামা বিবেচনা করে ভবিষ্যতে সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করা হতে পারে বলে জানান তিনি।
বাণিজ্য সচিব আশা প্রকাশ করেন, পাম অয়েলের দাম কমার ফলে দেশের বাজারে ভোজ্যতেলের সামগ্রিক মূল্যস্তরে কিছুটা প্রভাব পড়বে। এতে নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণির ভোক্তারা স্বস্তি পাবেন। এছাড়া ব্যবসায়ীদের উদ্দেশে তিনি বলেন, সরকার ঘোষিত এই নতুন মূল্যসীমা মেনে চলতে হবে। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরসহ সংশ্লিষ্ট সংস্থাগুলো এ বিষয়ে নজরদারি করবে।
পাম অয়েলের দাম হ্রাসের এই সিদ্ধান্ত ভোক্তা মহলে ইতিবাচক প্রতিক্রিয়া তৈরি করেছে। বিশেষ করে বাজারে যেখানে নিত্যপণ্যের দাম বৃদ্ধি জনজীবনে চাপ সৃষ্টি করছে, সেখানে এই ধরনের মূল্যহ্রাস কিছুটা হলেও স্বস্তি আনবে বলে অনেকের মত।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।