কক্সবাজারে খেতে কাজ করার সময় বজ্রপাতে দিনমজুরের মৃত্যু

- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
কক্সবাজারের রামু উপজেলায় বজ্রপাতে এক দিনমজুরের করুণ মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১২ আগস্ট) দুপুর আড়াইটার দিকে গর্জনিয়া ইউনিয়নের বোমাংখিল গ্রামে খালেকুজ্জামান সেতুর পাশে এই ঘটনা ঘটে। নিহতের নাম সিরাজুল ইসলাম (৪৩)। তিনি গর্জনিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পশ্চিম জাউচপাড়ার বাসিন্দা এবং মৃত হাফেজ আহমদের ছেলে।
গর্জনিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মনিরুল আলম জানান, খবর পেয়ে স্থানীয় প্রশাসন ও পুলিশকে অবহিত করা হয়েছে। পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী সিরাজুল ইসলামের দাফন পারিবারিক কবরস্থানে সম্পন্ন হবে।
স্থানীয় সমাজকর্মী হাফিজুল ইসলাম চৌধুরী বলেন, মঙ্গলবার সকাল থেকেই এলাকায় বৃষ্টি হচ্ছিল। দুপুরে বোমাংখিল গ্রামে সেতুর পাশে একটি মুলার খেতে সাতজন দিনমজুর কাজ করছিলেন। এর মধ্যে হঠাৎ বজ্রপাত হলে গুরুতর আহত হন সিরাজুল ইসলাম। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে নাইক্ষ্যংছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, বজ্রপাতের সময় আকাশে প্রচণ্ড শব্দের সঙ্গে প্রচুর আলো ঝলসে ওঠে। মুহূর্তের মধ্যে মাঠে কাজ করা সিরাজুল মাটিতে লুটিয়ে পড়েন। অন্য শ্রমিকরা প্রাণে বেঁচে গেলেও আতঙ্কে তারা কিছুক্ষণ হতবাক হয়ে যান। পরে সবাই মিলে আহত সিরাজুলকে দ্রুত হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন, কিন্তু পথেই তার মৃত্যু হয়।
স্থানীয়রা জানান, বর্ষাকালে গর্জনিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় বজ্রপাতের ঘটনা ঘটে। কৃষিকাজের সময় শ্রমিকরা প্রায়ই মাঠে বজ্রপাতে ঝুঁকির মুখে পড়েন। এ ধরনের দুর্ঘটনা এড়াতে সচেতনতা বাড়ানোর পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন তারা।
মৌসুমী বায়ুর প্রভাবে দেশের বিভিন্ন এলাকায় বজ্রপাতের ঝুঁকি বেড়ে যাওয়ায় আবহাওয়া অধিদফতর কৃষক ও শ্রমিকদের মাঠে কাজ করার সময় সতর্ক থাকার পরামর্শ দিয়েছে। বিশেষজ্ঞদের মতে, বজ্রপাতের সময় খোলা মাঠ, পানির ধারে বা গাছের নিচে আশ্রয় না নেওয়াই নিরাপদ।
নিহতের পরিবার জানায়, সিরাজুল ইসলাম পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন। তার মৃত্যুতে স্ত্রী ও সন্তানরা নিদারুণ অসহায় অবস্থায় পড়েছেন। প্রতিবেশীরা সহমর্মিতা জানিয়ে শোকসন্তপ্ত পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।