বাকৃবি গবেষকের ‘ডিজিটাল খামারি’ অ্যাপে বিনামূল্যে গবাদিপশুর চিকিৎসা সেবা

- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
দেশের প্রাণিসম্পদ খাতে প্রযুক্তিনির্ভর সেবা আনতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) প্যারাসাইটোলজি বিভাগের অধ্যাপক ড. মো. সহিদুজ্জামান উদ্ভাবন করেছেন ‘ডিজিটাল খামারি’ নামে একটি মোবাইল অ্যাপ। বাংলা ভাষায় নির্মিত এ অ্যাপটি গবাদিপশু ও হাঁস-মুরগির রোগ শনাক্তকরণ, প্রতিকার, টিকা ও চিকিৎসা সংক্রান্ত তথ্য বিনামূল্যে সরবরাহ করে।
অ্যাপটি খামারিদের জন্য সহজ ভাষা ও চিত্রভিত্তিক তথ্য উপস্থাপন করে, যাতে লেখাপড়ায় দুর্বল খামারিরাও ছবির মাধ্যমে রোগ শনাক্ত করতে পারেন। এতে গরু, ছাগল, ভেড়া, হাঁস ও মুরগির সাধারণ ও জটিল রোগের লক্ষণ, প্রতিকার ও প্রতিরোধ ব্যবস্থা বিস্তারিতভাবে উল্লেখ রয়েছে। প্রতিটি রোগের প্রাথমিক চিকিৎসা-পরামর্শ, টিকা দেওয়ার সঠিক সময় এবং স্থানীয় ভেটেরিনারি চিকিৎসকের যোগাযোগের তথ্যও অ্যাপে অন্তর্ভুক্ত করা হয়েছে।
অধ্যাপক সহিদুজ্জামান জানান, গ্রামাঞ্চলে পশু চিকিৎসকের অভাব একটি বড় সমস্যা। অনেক সময় দূরবর্তী হাসপাতাল পর্যন্ত পৌঁছানো সম্ভব হয় না। এ পরিস্থিতিতে ‘ডিজিটাল খামারি’ অ্যাপ খামারিদের জন্য দ্রুত ও নির্ভরযোগ্য তথ্যের উৎস হয়ে উঠতে পারে। অ্যাপে খামারিরা জানতে পারবেন গরুর ওলান ফোলার কারণ, কৃমিজনিত রোগের লক্ষণ কিংবা ল্যাম্পি স্কিন রোগের করণীয়সহ নানা তথ্য।
গুগল প্লে স্টোর থেকে ‘Digital Khamari’ অ্যাপটি বিনামূল্যে ডাউনলোড করা যাবে এবং একবার ডাউনলোডের পর ইন্টারনেট ছাড়াই ব্যবহার করা সম্ভব। এতে রয়েছে সচেতনতামূলক কনটেন্ট, রোগভিত্তিক চিকিৎসা নির্দেশনা ও খামার ব্যবস্থাপনা সংক্রান্ত তথ্য।
ভবিষ্যতে অ্যাপটিতে লাইভ চ্যাট সাপোর্ট, ভিডিও টিউটোরিয়াল, আরও রোগভিত্তিক তথ্য, কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক রোগ শনাক্তকরণ এবং খামার ব্যবস্থাপনার ক্যালেন্ডার ফিচার যুক্ত করার পরিকল্পনা রয়েছে। ব্যবহারকারীদের মতামতের ভিত্তিতে অ্যাপটি নিয়মিত হালনাগাদ করা হচ্ছে।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অর্থায়নে নির্মিত ‘ডিজিটাল খামারি’ গ্রামীণ উন্নয়ন ও প্রাণিসেবা খাতে প্রযুক্তির সফল প্রয়োগের উদাহরণ। বিশেষজ্ঞরা মনে করছেন, সরকারি সহায়তা ও বেসরকারি অংশীদারিত্বে এ ধরনের উদ্যোগ দেশজুড়ে ছড়িয়ে পড়লে তা খাদ্য নিরাপত্তা, কর্মসংস্থান ও পুষ্টি উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।