অস্ত্রের মুখে নাফ নদী থেকে ৫ জেলেকে অপহরণ করেছে আরাকান আর্মি

- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
কক্সবাজারের নাফ নদীর মোহনা থেকে অস্ত্রের মুখে জিম্মি করে নিয়ে যাওয়া ৫ বাংলাদেশি জেলেকে এখনো মুক্তি দেয়নি মিয়ানমারের বিদ্রোহী সশস্ত্র সংগঠন আরাকান আর্মি। মঙ্গলবার (১২ আগস্ট) সন্ধ্যায় টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের ৯নং ওয়ার্ড সংলগ্ন নাইক্যংদিয়া এলাকার কাছে এই ঘটনা ঘটে।
আটক জেলেরা হলেন—টেকনাফের জেলেপাড়ার বাসিন্দা মোহাম্মদ ইলিয়াস (নৌকার মালিক), তার দুই ছেলে আক্কেল আলী ও নূর হোসেন, এবং একই এলাকার সাবের হোসেন ও সাইফুল ইসলাম। তারা নাফ নদীর মোহনায় একটি নৌকায় মাছ ধরছিলেন। স্থানীয় সূত্রে জানা যায়, মাছ ধরার পর ফেরার পথে হঠাৎ স্পিডবোটে করে কয়েকজন সশস্ত্র আরাকান আর্মি সদস্য তাদের নৌকায় উঠে অস্ত্র ঠেকিয়ে জিম্মি করে মিয়ানমারের দিকে নিয়ে যায়।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নাফ নদীর মোহনার কাছে এ ঘটনা ঘটে। বিষয়টি জানার পর কোস্টগার্ড ও আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করা হয়েছে। তিনি বলেন, “আমরা জেলেদের নিরাপদ প্রত্যাবর্তনের জন্য চেষ্টা চালাচ্ছি।”
ইউপি সদস্য আবদুস সালাম বলেন, “আরাকান আর্মির সদস্যরা স্পিডবোটে এসে হঠাৎ আক্রমণ করে। অস্ত্রের মুখে তারা জেলেদের নৌকা থামিয়ে সবাইকে নিয়ে যায়।” তিনি আশঙ্কা প্রকাশ করেন, এই ধরনের ঘটনায় সীমান্ত এলাকার জেলেরা আতঙ্কিত হয়ে পড়ছেন।
শাহপরীর দ্বীপ জালিয়াপাড়া জেলে সমিতির সভাপতি আবদুল গণি জানান, “মোহাম্মদ ইলিয়াসের পরিবারের তিনজনসহ পাঁচজন সাগরে মাছ ধরতে গিয়েছিলেন। ফেরার পথে তাদের ধরে নিয়ে গেছে। এটা নতুন কোনো ঘটনা নয়, তবে এবার একসঙ্গে পাঁচজনকে নিয়ে যাওয়া উদ্বেগজনক।”
স্থানীয় জেলেরা বলছেন, নাফ নদী ও বঙ্গোপসাগরের মোহনায় মাছ ধরতে গেলে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠীর হুমকি ও হামলার মুখে পড়তে হয় প্রায়ই। তারা দ্রুত কূটনৈতিক উদ্যোগ ও সীমান্ত নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন।
এদিকে ঘটনার পর থেকে আটক জেলেদের পরিবারের সদস্যরা গভীর উদ্বেগ ও উৎকণ্ঠায় সময় কাটাচ্ছেন। তারা সরকারের কাছে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।