শেয়ারবাজার কেলেঙ্কারি ও দুর্নীতির অভিযোগে দক্ষিণ কোরিয়ার সাবেক ফার্স্ট লেডি গ্রেপ্তার

- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
দক্ষিণ কোরিয়ার সাবেক ফার্স্ট লেডি কিম কিওন হিকে গ্রেপ্তার করেছে সিউল পুলিশ। শেয়ারবাজারে কারসাজি, ঘুষ গ্রহণ ও রাজনৈতিক হস্তক্ষেপসহ একাধিক অভিযোগে মঙ্গলবার আদালতের পরোয়ানায় তাকে আটক করা হয়। চার ঘণ্টার শুনানিতে কিম সব অভিযোগ অস্বীকার করলেও আদালত প্রমাণ নষ্টের আশঙ্কায় গ্রেপ্তারের নির্দেশ দেন। এর ফলে দক্ষিণ কোরিয়ার ইতিহাসে প্রথমবারের মতো কোনো সাবেক প্রেসিডেন্ট ও তার স্ত্রী একই সময়ে কারাগারে বন্দি হলেন।
কিমের স্বামী ও সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল গত বছর ব্যর্থ সামরিক আইন প্রয়োগের চেষ্টা করার অভিযোগে গ্রেপ্তার হন। এ ঘটনা দেশজুড়ে রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি করে এবং শেষ পর্যন্ত তাকে ক্ষমতাচ্যুত হতে হয়।
প্রসিকিউটরদের অভিযোগ, ৫২ বছর বয়সী কিম প্রেসিডেন্ট হওয়ার আগেই বিএমডব্লিউ ডিলার ডয়চ মোটরসের শেয়ারের দাম কারচুপির মাধ্যমে ৫ লাখ ৭৭ হাজার ৯৪০ ডলারের বেশি অবৈধ আয় করেন। এছাড়া তিনি ব্যবসায়িক সুবিধার বিনিময়ে বিতর্কিত ইউনিফিকেশন চার্চ থেকে ঘুষ হিসেবে দুটি শ্যানেল ব্যাগ ও একটি হীরার নেকলেস গ্রহণ করেন। তার বিরুদ্ধে ২০২২ সালের সংসদীয় উপনির্বাচন ও ২০২৪ সালের সাধারণ নির্বাচনে প্রার্থী মনোনয়নে অবৈধ প্রভাব বিস্তারের অভিযোগও রয়েছে।
প্রেসিডেন্ট থাকাকালে ইউন সুক ইওল বিরোধী দলের আনা কিমের বিরুদ্ধে বিশেষ কাউন্সেল বিল তিনবার ভেটো দেন। শেষ ভেটোটি ছিল গত বছরের নভেম্বরে, সামরিক আইন জারির ঘোষণা দেওয়ার মাত্র এক সপ্তাহ আগে। তবে চলতি বছরের জুনে ইউনের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী লি জে মিয়ং প্রেসিডেন্ট হওয়ার পর কিমের বিরুদ্ধে তদন্ত শুরু হয়।
মঙ্গলবার আদালতে হাজির হওয়ার সময় কিম কালো স্যুট ও স্কার্ট পরিধান করেন এবং গম্ভীর মুখে শুনানিতে অংশ নেন। আদালতের আদেশ অনুযায়ী, তদন্ত চলাকালে তিনি হেফাজতে থাকবেন। রাজনৈতিক মহল বলছে, এ গ্রেপ্তার দক্ষিণ কোরিয়ার ক্ষমতার রাজনীতিতে নতুন মোড় আনতে পারে এবং দেশটির বর্তমান রাজনৈতিক ভারসাম্যে প্রভাব ফেলতে পারে।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।