২৪-২৫ অর্থবছরে নতুন ৭ দেশে ব্র্যান্ড বিজনেস চালু করেছে ওয়ালটন

২৪-২৫ অর্থবছরে নতুন ৭ দেশে ব্র্যান্ড বিজনেস চালু করেছে ওয়ালটন
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

পুঁজিবাজারে তালিকাভুক্ত দেশের শীর্ষস্থানীয় টেক জায়ান্ট ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি আন্তর্জাতিক বাজারে সম্প্রসারণের ধারাবাহিকতায় গত অর্থবছরে নতুন সাতটি দেশে ব্র্যান্ড বিজনেস চালু করেছে। বিশ্বের অন্যতম শীর্ষ গ্লোবাল ইলেকট্রনিক্স ব্র্যান্ডে পরিণত হওয়ার লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠানটি ইউরোপ, আমেরিকা, এশিয়া, মধ্যপ্রাচ্য ও আফ্রিকার বাজারে নিজেদের অবস্থান মজবুত করছে।

ওয়ালটন গ্লোবাল বিজনেস শাখার তথ্য অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে সম্প্রসারিত নতুন বাজারগুলো হলো— উত্তর ও মধ্য আমেরিকার ক্যারিবিয়ান দ্বীপ দেশ বার্বাডোস, ওশেনিয়ার দ্বীপরাষ্ট্র ফিজি ও ভানুয়াতু, আফ্রিকার ক্যামেরুন ও ক্যাপভার্ড, এবং এশিয়ার শ্রীলঙ্কা ও সিঙ্গাপুর।

প্রতিষ্ঠানটির গ্লোবাল বিজনেস ডিভিশনের প্রধান আব্দুর রউফ জানান, সর্বাধুনিক উদ্ভাবনী প্রযুক্তি, উচ্চ গুণগতমান, বিদ্যুৎ সাশ্রয়, পরিবেশবান্ধব বৈশিষ্ট্য ও প্রতিযোগিতামূলক মূল্যের কারণে আন্তর্জাতিক বাজারে দ্রুত জনপ্রিয়তা অর্জন করছে ওয়ালটন। এর ফলে স্বল্প সময়ের মধ্যেই ক্রেতাদের আস্থা অর্জন করে নতুন নতুন দেশে ব্যবসা সম্প্রসারণ সম্ভব হচ্ছে।

তিনি আরও বলেন, দশকের শুরু থেকেই উন্নত বিশ্বের বাজারে নিজেদের অবস্থান নিশ্চিত করতে কাজ করছে ওয়ালটন। এ লক্ষ্যে দক্ষ ও চৌকস গ্লোবাল বিজনেস টিম গঠন, কয়েকটি দেশে সাবসিডিয়ারি ও শাখা অফিস স্থাপন এবং দক্ষিণ কোরিয়ায় গ্লোবাল রিসার্চ অ্যান্ড ইনোভেশন সেন্টার চালু করা হয়েছে। সেখানে ইউরোপ ও আমেরিকার মান, জলবায়ু ও ক্রেতাদের চাহিদা বিবেচনায় রেখে উদ্ভাবনী পণ্য তৈরি করা হচ্ছে।

বর্তমানে ফ্রিজ, এসি, টিভি, ওয়াশিং মেশিন, কম্প্রেসর, ফ্যানসহ বিভিন্ন ইলেকট্রনিক্স ও হোম অ্যাপ্লায়েন্স পণ্য ৫০টিরও বেশি দেশে রপ্তানি করছে ওয়ালটন। ‘মেড ইন বাংলাদেশ’ ট্যাগযুক্ত এসব পণ্য দেশের ভেতরেও ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। ফলে স্থানীয় বাজারের পাশাপাশি বৈশ্বিক বিনিয়োগকারীদের কাছেও আস্থার প্রতীক হয়ে উঠেছে প্রতিষ্ঠানটি।

আপনার প্রতিক্রিয়া জানান

❤️
Love
0
(0.00 / 0 total)
👏
Clap
0
(0.00 / 0 total)
🙂
Smile
0
(0.00 / 0 total)
😞
Sad
0
(0.00 / 0 total)

মন্তব্যসমূহ

এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।


সম্পর্কিত নিউজ