ছাগল পালনে ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন কৃষকেরা!

- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
বাংলাদেশ ব্যাংক ২০২৫-২৬ অর্থবছরের জন্য কৃষিঋণ বিতরণের লক্ষ্যমাত্রা ৩৯ হাজার কোটি টাকা নির্ধারণ করেছে। এর আগের অর্থবছর ২০২৪-২৫ এ লক্ষ্যমাত্রা ছিল ৩৮ হাজার কোটি টাকা।
১২ আগস্ট ঘোষিত কৃষি ও পল্লী ঋণ নীতিমালা অনুযায়ী, একজন কৃষক বা খামারি সর্বোচ্চ ৫০টি ছাগল পালনের জন্য ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন। এ ক্ষেত্রে ঋণের সুদহার ধরা হয়েছে ৪ শতাংশ।
নীতিমালায় আরও উল্লেখ করা হয়েছে, ক্ষুদ্র পরিসরে সর্বোচ্চ ৫০টি ছাগল পালনের জন্য খামারঘর নির্মাণ বাবদ প্রদত্ত ঋণ কৃষিঋণ হিসেবে গণ্য হবে। তবে ৫০টির বেশি ছাগল পালনের উদ্দেশ্যে বৃহৎ বা বাণিজ্যিক খামার স্থাপনের অবকাঠামোগত খরচ কৃষিঋণের আওতায় পড়বে না।
সুবিধাভোগী নির্বাচনের ক্ষেত্রে নারী ও প্রান্তিক খামারিদের অগ্রাধিকার দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি, ব্যাংকের শাখাগুলো এ খাতে বিতরণকৃত ঋণের তথ্য সংরক্ষণ করবে এবং প্রয়োজনে বাংলাদেশ ব্যাংক বা সংশ্লিষ্ট ব্যাংকের প্রধান কার্যালয়ের কাছে তা সরবরাহ করবে।
দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে কৃষি উৎপাদন ও কৃষিঋণ বিতরণে বাংলাদেশ বর্তমানে শীর্ষ অবস্থানে রয়েছে। বৈশ্বিক ও আঞ্চলিক প্রেক্ষাপটে এ অবস্থানকে আরও শক্তিশালী করতে বাংলাদেশ ব্যাংকের কৃষি ঋণ বিভাগ প্রণীত বার্ষিক কৃষি ও পল্লী ঋণ নীতিমালা ও কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
লোন পেতে হলে প্রয়োজনীয় কি কি ডকুমেন্টস লাগবে। কিভাবে যোগাযোগ করা সম্ভব